Home / ইলমুল ক্বিরাত / মদ কাকে বলে ও মদের বিস্তারিত আলোচনা

মদ কাকে বলে ও মদের বিস্তারিত আলোচনা

(মুসলিমবিডি২৪ ডটকম)

মদ কাকে বলে ও মদের বিস্তারিত আলোচনা

প্রশ্ন:- মদ অর্থ কি ?

উত্তর:- মদ অর্থ আওয়াজ টানিয়া পড়া।

প্রশ্ন:- মদ এর হরফ কয়টি ও কি কি?

উত্তর:-মদ এর হরফ ৩টি। যথা:-  واي

প্রশ্ন:-মদ কত প্রকার ও কি কি?

উত্তর:- মদ মোট ১০ প্রকার:- (১) মদ্দে তাবায়ী (২) মদ্দে মুত্তাসিল (৩) (৪) (৫) (৬)

(৭) মদ্দে লাযিম কালমী মুসাক্কাল (৮) মদ্দে লাযিম কালমী মুখাফফাফ (৯) মদ্দে লাযিম হরফী মুসাক্কাল (১০) মদ্দে লাযিম হরফী মুখাফফাফ।

প্রশ্ন:- মদ্দে তাবায়ী কাকে বলে?

ওয়াও সাকিন ডানে পেশ, ইয়া সাকিন ডানে যের, আলিফ খালি ডানে যবর আসিলে এক আলিফ টানিয়া পড়িত হয়।

ইহাকে মদ্দে তাবায়ী বা মদ্দে আছলী বলে।

যথা:- نوحيها

প্রশ্ন:- মদ্দে মুত্তাসিল কাকে বলে?

উত্তর:- একই শব্দে মদের হরফের পর “হামযা” আসিলে চার আলিফ টানিয়া পড়িত হয়। ইহাকে মদ্দে মুত্তাসিল বলে।

যথা:- سوء- جاء

প্রশ্ন:- মদ্দে মুনফাসিল কাকে বলে?

উত্তর:- মদের হরফের পরে অন্য শব্দের ে ” হামযা” আসিলে ৩ বা ৪ আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে মুনফাসিল বলে।

যথা:- بما انزل-انا امنا

প্রশ্ন:- মদ্দে আরেজী কাকে বলে?

উত্তর:- মদের হরফের পরে ওয়াক্বফ করিলে এবং পরবর্তী হরফটি অস্থায়ী সাকিন হইলে ৩ আলিফ টানিয়া পড়িত হয়। ইহাকে মদ্দে আরেজী বলে।

যথা:- تعلمون – حساب

প্রশ্ন:- মদ্দে লীন কাকে বলে?

ওয়াও সাকিন অথবা ইয়া সাকিন এর পূর্বে যবর হইলে এবং পরবর্তী হরফে ওয়াক্বফ করিলে ১ আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে লীন বলে।

যথা:- خوف -سير

প্রশ্ন:- মদ্দে বদল কাকে বলে?

মদের হরফের পূর্বে “হামযা” আসিলে ১ আলিফ টানিয়া পড়িতে হয়।ইহাকে মদ্দে বদল বলে।

যথা:- امنوا – ايمانا – اوتي

প্রশ্ন:- মদ্দে লাযিম কাকে বলে?

উত্তর:- মদের হরফের পর আসলী সাকিন আসিলে যে মদ হয়,  ইহাকে মদ্দে লাযিম বলে।

যথা:- الءان – دابه

প্রশ্ন:- মদ্দে লাযিম কালমী মুসাক্কাল কাকে বলে?

উত্তর:- একই শব্দে মদের হরফের পরে তাশদীদ যুক্ত হরফ আসিলে ৪ আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে লাযিম কালমী মুসাক্কাল বলে।

যথা:- ولالضالين – دابة

প্রশ্ন:- মদ্দে লাযিম কালমী মুখাফফাফ কাকে বলে?

উত্তর:- একই শব্দে মদের হরফের পর যজম যুক্ত হরফ আসিলে ৪ আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে লাযিম কালমী মুখাফফাফ বলে।

যথা: الءان

প্রশ্ন:- মদ্দে লাযিম হরফী মুসাক্কাল কাকে বলে?

উত্তর:- কোন শব্দ বা কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে মদের হরফের পর তাশদীদ যুক্ত সাকিন আসিলে ৪ আলিফ টানিয়া পড়িত হয়।

ইহাকে মদ্দে লাযিম হরফী মুসাক্কাল বলে।

যথা:- الم – طسم

প্রশ্ন:- মদ্দে লাযিম হরফী মুখাফফাফ কাকে বলে?

উত্তর:- কোন শব্দ বা কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে মদের হরফের পর যজম যুক্ত সাকিন আসিলে ৪ আলিফ টানিয়া পড়িতে হয়।

ইহাকে মদ্দে লাযিম হরফী মুখাফফাফ বলে।

যথা:-  عسق – ق – ن

(সূত্র: তালিমুল হুফফাজ- ৭,৮)

পাইকারি য় আমাদের কাছে পাবেন

তাহফিজ রেহাল নিজস্ব কারখানায় তৈরি

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

নুন সাকিন ও তানভীন পড়ার নিয়ম

নুন সাকিন ও তানভীন পড়ার নিয়ম

(মুসলিমবিডি২৪ ডটকম) প্রশ্ন:- নুন সাকিন কাকে বলে? উত্তর:- জযমযুক্ত নুনকে সাকিন বলে। যথা-اَنْ – اِنْ …

Powered by

Hosted By ShareWebHost