
২০২৬ সালের বোর্ড পরীক্ষার পরীক্ষক হওয়ার আবেদন প্রসঙ্গে
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
সম্মানিত আসাতিজায়ে কেরাম,
যারা ইতিপূর্বে হুফফাজুল কুরআন বোর্ডের অধীনে পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এই বছরেও আগ্রহী, তাদেরকে নিচের আবেদন ফরমটি পূরণ করার জন্য অনুরোধ করা হলো।
আবেদনের পূর্বে জেনে নিন।
বোর্ড পরীক্ষার কার্যক্রম:
১৫ ই জানুয়ারি সকাল ৮ টা থেকে পরীক্ষক কর্মশালা। সকাল ৯ ঘটিকার মধ্যে উপস্থিতি সাক্ষ্য প্রদান করা।
কর্মশালা শেষে, স্বশরীরে পরীক্ষার কাগজপত্র, প্রশ্নপত্র, যাতায়াত খরচ ইত্যাদি গ্রহণ করা।
যে কোনো জেলায়, যে কারো সাথে যাওয়ার বিষয়ে সম্মত থাকা। ১৬ তারিখ অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকা।
পরীক্ষা কার্যক্রম চলবে ১৭ ই জানুয়ারী থেকে ২২ জানুয়ারি। তুহফাতুল হুফফাজ বইটি মুতালা করা, এবং পরীক্ষায় নাম্বার প্রদান শিটটি অনুশীলন করা।
পরীক্ষক আবেদন ফরম
পূর্ণ লকব সহ নাম লিখুন।
বিভাগ জেলা থানা থেকে আপনার স্থায়ী ঠিকানা নির্বাচন করুন। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিন,
হোয়াটসঅ্যাপ না থাকলে যে নাম্বার দিবেন সে নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলে নিন।
আপনার যে কর্মস্থল তার নাম ঠিকানা এবং হুফফাজ নিবন্ধিত হলে নিবন্ধন নাম্বার দিন।
শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনার কি কি অভিজ্ঞতা আছে তা উল্লেখ করুন, খেদমতের সময়কাল, অন্য কোন বোর্ডে পরীক্ষা নেওয়ার অভিজ্ঞতা , অন্যান্য প্রশিক্ষণ ইত্যাদি।
আবেদন শুরু করার পূর্বে আপনার একটি ছবি এবং এক মিনিটে সূরা লাহাবের ভিডিও করে নিন।
বিশেষ দ্রষ্টব্য: এই ফরমটি পরীক্ষার জন্য একটি আবেদন মাত্র, যাদের ফরম গ্রহণ করা হবে , বোর্ডের পক্ষ থেকে সম্মানিত পরীক্ষক হিসেবে তাদের সাথে যোগাযোগ করা হবে, এবং পরীক্ষক হিসেবে নির্বাচিত হবে।
ঘরে বসে বিশ্বের যেকোনো দেশ হতে তাজবীদ সহ কোরআন পড়া শিখতে যোগাযোগ করুন 👇

MuslimBD24.Com Islamic blog site Bangladesh

