Breaking News
Home / আল কোরান / না মরবে, না বাঁচবে- অপরাধীর জন্য এমন ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে

না মরবে, না বাঁচবে- অপরাধীর জন্য এমন ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে

(মুসলিমবিডি২৪ডটকম)

মরবেও না বাঁচবেও না

اِنَّہٗ مَنۡ یَّاۡتِ رَبَّہٗ مُجۡرِمًا فَاِنَّ لَہٗ جَہَنَّمَ ؕ لَا یَمُوۡتُ فِیۡہَا وَلَا یَحۡیٰی

(ত্বা-হা-৭৪)

(তরজমা) বস্তুত যে ব্যক্তি নিজ প্রতিপালকের কাছে অপরাধী হয়ে আসবে, তার জন্য আছে জাহান্নাম, যার ভেতর সে মরবেও না, বাঁচবেও না।

এটি সূরা ত্বা-হা, ৭৪নম্বর আয়াত — এক গভীর সতর্কবার্তা। এতে আল্লাহ অপরাধী ব্যক্তিদের পরিণতি সম্পর্কে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

সংক্ষিপ্ত আলোচনা:

এই আয়াতে বলা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর দরবারে অপরাধী হয়ে উপস্থিত হবে,

অর্থাৎ কুফরী, শিরক বা গুরুতর গুনাহের মধ্যে লিপ্ত থেকে মৃত্যুবরণ করবে এবং তওবা ছাড়া আল্লাহর সামনে উপস্থিত হবে— তার গন্তব্য জাহান্নাম।

 

জাহান্নামের ভয়াবহ শাস্তি বর্ণনা করতে বলা হয়েছে:“সেখানে সে মরবে না, বাঁচবেও না।”

অর্থাৎ,   মৃত্যু তাকে মুক্তি দেবে না,  আবার জীবনও এমন হবে না যাতে শান্তি বা আরাম থাকে। চিরস্থায়ী শাস্তি ভোগ করবে, তবুও শেষ হবে না।

শিক্ষণীয় দিক:

এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, অপরাধ ও গুনাহ থেকে তওবা না করলে আখিরাতে চরম শাস্তির মুখোমুখি হতে হবে।

আরো পড়ুন 👉 তওবা কবুলের শর্ত সমূহ

– তাই আল্লাহর সামনে নিজেকে অপরাধী হিসেবে উপস্থিত হওয়া থেকে বাঁচতে হবে।

– দুনিয়ার জীবনেই তওবা করে, ঈমান ও সৎকর্মে জীবন সাজাতে হবে।

উপসংহার:

এই আয়াত একদিকে যেমন শাস্তির ভয় দেখায়, অন্যদিকে তওবা ও সংশোধনের সুযোগও মনে করিয়ে দেয়।

আল্লাহর কাছে তওবা করুন, অনুতপ্ত হোন, নিজেকে শুধরে নিন। আল্লাহর কাছে অপরাধী নয়, অনুতপ্ত বান্দা হয়ে হাজির হোন। সময় এখনই ফিরে আসার।

✍️হাঃ মাওঃ আব্দুল্লাহ্ আফজাল।

শিক্ষকঃ ঝেরঝেরীপাড়া জামেয়া হোসাইনিয়া ইসলামীয়া দারুল হাদীস টাইটেল মাদ্রাসা–সিলেট 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

সংস্কৃতি বনাম অপসংস্কৃতি

সংস্কৃতি বনাম অপসংস্কৃতি

(মুসলিম বিডি24ডটকম) একদিনের ব্যবধানে বাংলাদেশে দুইটা বিজয় হয়েছে!   একটা অপসংস্কৃতির বিরুদ্ধে সংস্কৃতির। অপরটা সংস্কৃতির …

Powered by

Hosted By ShareWebHost