Breaking News
Home / চিকিৎসার উত্তম পন্থা / কিভাবে বুঝবেন আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছেন

কিভাবে বুঝবেন আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছেন

(মুসলিমবিডি২৪ডটকম)

কিভাবে বুঝবেন আপনি জাদুগ্রস্থ

কীভাবে বুঝবেন কেউ আপনাকে যাদু করেছে কিনা?

 

আপনার সফলতা, সুখ দেখে ঈর্ষান্বিত হয়ে আপনার শত্রু বা আপনার নিকটাত্মীয় যাদু করতে পারে। আমাদের দেশে অহরহ এমন হচ্ছে।

 

আপনার ওপর যাদু করা হয়েছে কিনা সেটা কয়েকটি লক্ষণ দেখে বুঝতে পারবেন।

 

 

১. বারবার দুঃস্বপ্ন দেখা:

স্বাভাবিক অবস্থায়ও মানুষ দুঃস্বপ্ন দেখে। তবে, কারো ওপর যাদু করা হলে

সে ঘন ঘন দুঃস্বপ্ন দেখে। স্বপ্নে দেখতে পায় সে উঁচু স্থান থেকে পড়ে যাচ্ছে।

এছাড়াও ভয়ঙ্কর সাপ, জন্তু-জানোয়ার দেখতে পায়।

 

২. বারবার দুর্ঘটনা হওয়া:

মাঝেমধ্যে হাত থেকে পড়ে প্লেট-গ্লাস ভাঙ্গতে পারে। যদি এমন হয় যে, গত ১ সপ্তাহে ৩-৪ বার হাত থেকে প্লেট-গ্লাস বা অন্য কিছু পড়ে যাচ্ছে,

তাহলে সেটা চিন্তার বিষয়। একজন দীর্ঘদিন ধরে বাইক চালাচ্ছে।

কোনো দুর্ঘটনা ঘটছে না। দেখা গেলো গত ১ মাসে ৩-৪টি ছোটোখাটো দুর্ঘটনা ঘটলো।

 

৩. স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া:

একজন মানুষের স্মৃতিশক্তি ঠিক আছে। হঠাৎ কয়দিন ধরে মনে হচ্ছে সে সবকিছু ভুলে যাচ্ছে।

মানিব্যাগ নিতে ভুলে যাচ্ছে, তরকারিতে লবণ দিতে বারবার ভুলে যাচ্ছে,

চুলোয় রান্না বসানোর পর বারবার পুড়ে যাচ্ছে, টাকা কোথায় রাখছে খুঁজে পাচ্ছে না।

এমনটা একবার দুইবার না, বারবার হচ্ছে।

 

৪. শারীরিক সম্পর্কে অনীহা তৈরি হওয়া:

 

স্বামী-স্ত্রী খুব সুখে জীবনযাপন করছে। তাদের সবকিছু ঠিক আছে।

হঠাৎ করে দেখা গেলো তাদের একজনের শারীরিক সম্পর্কে আগ্রহ কমে গেছে।

ঠিক ইন্টিমেট হবার আগ মুহূর্তে একজন উঠে চলে যায়, হঠাৎ করে অন্যজনের প্রতি তার মধ্যে ঘৃণা তৈরি হয় কোনো কারণ ছাড়াই।

তার স্পর্শ ভালো লাগে না। অথচ আগে কখনো এমন হতো না

এবং এটার পেছনে পরকিয়া বা দুজনের সম্পর্ক খারাপ হবার স্বাভাবিক কোনো কারণ নেই।

৫. খাদ্যাভ্যাস বদলে যাওয়া:

একজন মানুষ নিয়মিত যতোটা খায়, হঠাৎ করে দেখা গেলো তারচেয়ে বেশি খাওয়া শুরু করলো।

আগে সে একপ্লেট খেতো। এখন সে ৩-৪ প্লেট খাওয়ার পর আবার খাবার চায়।

গোশত ৩ পিস হলেই হতো, এখন ১০ পিসেও হয় না।

অথবা আগে একজন যতোটা খেতো, এখন তার খাওয়ার আগ্রহ কমে গেছে।

খাইতেই মন চায় না। খাবারের কথা শুনলে উল্টো রাগ উঠে!

৬. ঘুমের অভ্যাস হঠাৎ করে বদলে যাওয়া:

সারারাত ঘুম লাগে না। ঘুমের ওষুধ খেলেও ঘুম হয় না। ঘুম আসে রাত ৪ টার পর বা সকালে।

অথচ ঘুম না হবার কোনো কারণ নেই। দুশ্চিন্তা বা অন্য কোনো সমস্যা নেই।

এমনটা একদিন, দুইদিন হচ্ছে না। লাগাতার কয়েকদিন ধরে হচ্ছে।

আবার এমনও হতে পারে যে, হঠাৎ করে এতো ঘুম পায়।

যে মানুষটআ অনেক ‘সময় সচেতন’ ছিলো, এখন সে প্রতিদিন দেরিতে ঘুম থেকে উঠে অফিস বা কাজে যায়।

৭. মাথাব্যাথা, পেটব্যাথা, ঘাড়ে ব্যাথা:

কয়েকদিন ধরে প্রচণ্ড মাথাব্যাথা, পেটব্যাথা বা ঘাড়ব্যাথা হচ্ছে।

ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ার পরও উনিশ-বিশ নেই।

নির্দিষ্ট একটা সময় আসলে এমন মাথাব্যাথা হয় যে, চিৎকার দিতে ইচ্ছে করে!

ডাক্তার সব টেস্ট করে রোগের কোনো লক্ষণ খুঁজে পায়নি।

বারবার আপনার গর্ভপাত হচ্ছে। অথচ টেস্টের রিপোর্ট ছিলো পজিটিভ।

 

৮. একজন মানুষের ব্যক্তিত্ব বদলে যাওয়া:

যে মানুষটা ছিলো খুবই শান্ত মেজাজের, হঠাৎ করে সে বদমেজাজী হয়ে উঠলো।

সে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। যে কখনো গালাগালি করেনি, এখন সে গালাগালি ছাড়াই কথাই বলে না।

উল্টোটাও হতে পারে। রাগী, বদমেজাজি কেউ হঠাৎ করে একেবারে শান্ত, আনমনা হয়ে গেছে। সে যেন কিছুই বুঝে না এখন!

 

৯. দুর্গন্ধ পাওয়া:

আশেপাশে কেমন যেন দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু, এই দুর্গন্ধ আর কেউ পাচ্ছে না।

 

১০. অনিয়মিত মাসিক হওয়া:

স্বাভাবিক যে সময় মাসিক হতো, এখন স্বাভাবিক না হয়ে কয়েক মাস ধরে অনিয়মিত মাসিক হচ্ছে।

কোনো মাসে আগে মাসিক হচ্ছে, কোনো মাসে অনেক পরে।

 

১১. অন্য ভাষায় কথা বলা:

যে মানুষটা অন্য ভাষা জানে না, কখনো শিখেনি, হঠাৎ দেখা গেলো

সে ঐ ভাষায় খুব ভালোভাবে কথা বলছে। অথবা ঐ ভাষা খুব ভালোভাবে বুঝতে পারছে।

 

 

১২. কারো প্রতি অসম্ভব ভালোবাসা বা ঘৃণা তৈরি হওয়া:

হঠাৎ করে কারো প্রতি অসম্ভব ভালোবাসা তৈরি হয়, মনে হয় তারে না হলে আপনি বাঁচবেন না,

এই মুহূর্তে তাকে আপনার লাগবে। অথবা কোনো কারণ ছাড়াই ভালোবাসার মানুষ মা-বাবা, স্ত্রী-সন্তান, ভাই-বোনের প্রতি ঘৃণা তৈরি হওয়া।

তারা কথা বললেই আপনার রাগ উঠে। তাদেরকে ছেড়ে চলে যেতে ইচ্ছে করে। অথচ এর পেছনে কোনো কারণ নাই।

 

১৩. কুরআন, আযান, নামাজ পড়তে হঠাৎ অনীহা তৈরি হওয়া:

আগে আপনার কুরআন তেলাওয়াত শুনতে ভালো লাগতো। আযান শুনলে নামাজ পড়তেন।

কিন্তু, এখন আযান শুনলে ইচ্ছে করে দুই আঙ্গুল কানে ঢুকিয়ে রাখেন!

কেউ কুরআন তেলাওয়াত করলে আপনি চিৎকার দিয়ে বলেন বন্ধ করতে।

 

এছাড়াও আরো অনেক লক্ষণ আছে।

 

এই লক্ষণগুলো এক বা একাধিক যদি আপনার সাথে মিলে যায়, তাহলে সেটা যাদুর প্রভাব হতে পারে।

 

⚠️ তবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে, এই লক্ষণ মিলে যাওয়া মানেই আপনাকে যাদু করা হয়নি। এগুলোর পেছনে স্বাভাবিক কারণও থাকতে পারে।

 

এসব লক্ষণ যদি মিলে যায়, তাহলে একজন ‘রাকী’র (যিনি জিন, যাদুর চিকিৎসা করেন) পরামর্শ নিতে হবে।

 

জিন, যাদু, বদনজর নিয়ে আমরা অনেকেই সচেতন না।

এই সুযোগকে কাজে লাগিয়ে ভুয়া কবিরাজ মানুষকে যাদু করছে আবার যাদুর চিকিৎসার নামে কুফরি কালামের চর্চা করে

অনেকের জীবন নষ্ট করছে। তাদের কবলে পড়ে অনেক পরিবার নিঃস্ব হয়েছে!

 

✅ অথচ এসব বিষয়ে আপনার জানা থাকলে আপনি নিজেই সচেতন হতে পারতেন।

জিন যাদু, বদনজর থেকে বাঁচতে নিজেই প্রতিরোধ ব্যবস্থা নিতে পারতেন।

যে আমল করলে কোনদিন যাদু করতে পারবেনা 

সকাল সন্ধ্যা প্রতিদিন তিনকুল তথা সুরা ইখলাস, সুরা ফালাক,সুরা নাস  তিন সূরা একবার একবার পাঠ করে হাতের   উপর ফুক দিয়ে  শরীর মাসেহ করবেন। অনুরূপ তিনবার করবেন।

 



আমাদেরকে সাপোর্ট করতে আমাদের পণ্য কিনুন। আমাদের কাছে যা পাবেন।

ড্রিম স্টোরের পণ্য নিন

 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

পায়ের তলায় তৈল মালিশের উপকারিতা

পায়ের তলায় তৈল মর্দন করলে যে উপকার পাওয়া যায়

মুসলিমবিডি২৪ডটকম পায়ের তলায় তেল লাগানোর উপকারিতা   ১। একজন মহিলার নানার ৮৭ বছর বয়সে মৃত্যু …

Powered by

Hosted By ShareWebHost