(মুসলিমবিডি২৪ডটকম)
একজন অন্ধ হাফেজ, মুচি এবং কবরে দাফনকৃত কয়েক হাজার টাকা
━━━━━━ • ✿ • ━━━━━━
রাসূল (ﷺ)-এর একটি হাদিছে রয়েছে, কেউ যদি সোনা-রূপার মালিক হয় এবং তার যাকাত আদায় না করে
তবে সোনা-রূপাকে জাহান্নামের আগুনে গরম করে সেই ব্যক্তির উরুতে, কোমরে এবং কপালে দাগ দেওয়া হবে।
এরকম একটা ঘটনা ঘটেছে পাকিস্তানের শেখপুরা জেলায়
এক যুবক তার খালার বাড়িতে গিয়েছিলো। খালার ঘরের কাছে ছিলো এক মুচির দোকান। মুচি ছিল মিশুক প্রকৃতির লোক।
বাজারে যাওয়া আসার পথে যুবকের সাথে মুচির আলাপ পরিচয়। সেই যুবক মাঝে মধ্যে মুচির দোকানে বসতো।
দুই চার দিন বসার পর যুবক লক্ষ্য করলো, সেই মুচি বিশ পঁচিশ মিনিট পরপর তার পাশে রাখা একটি পানির পাত্রে হাত ভিজিয়ে নেয়।
যুবক প্রথমে ভেবেছিলো, জুতো সেলাইয়ের চামড়া নরম করার জন্য এরকম করে।
তাছাড়া আঙ্গুল ডুবানোর সময় শোঁ করে এমন শব্দ হয়, গরম লোহা পানিতে ডুবানোর সময় যেমন শব্দ হয়ে থাকে।
যুবক জানায়, মুচিকে আমি আঙ্গুল পানিতে ডুবানোর কারণ জিজ্ঞাসা করায় সে এড়িয়ে যেতে চাইলো।
বারবার অনুরোধ করায় সে জানালো, আমার মহল্লায় একজন অন্ধ হাফেজ থাকতো।
সেই হাফেজ আমার নিকট টাকা-পয়সা আমানত হিসাবে জমা রাখতো।
কিছু দিন পর হাফেজকে আসতে না দেখে খবর নিয়ে জানলাম হাফেজ ভীষণ অসুস্থ। আমি তাকে দেখতে গেলাম।
জিজ্ঞাসা করলাম, আপনি তো মরে যাচ্ছেন কিন্তু আপনার টাকা কি করবো?
হাফেজ বললো, তুমি টাকা তোমার কাছে রাখ। যদি আমি মরে যাই তবে কবর দেওয়ার সময় টাকার থলে আমার মাথার কাছে রেখে দিও।
হাফেজ পরদিন মারা গেল। তার দাফন কাজে আমি অংশ নিলাম এবং তার কথা মত টাকার থলে মাথার কাছে রেখে দিলাম।
গভীর রাতে চিন্তা করলাম, কবরে টাকা রাখায় কোন লাভ নাই, খামাখা উইপোকায় খেয়ে ফেলবে।
আমি তো হাফেজের শেষ ইচ্ছা অনুযায়ী তার লাশের পাশে টাকা রেখে দিয়েছি। এখন যদি বের করে আনি কোন ক্ষতি হবে না।
এরকম চিন্তা করার পর টর্চ এবং কোদাল নিয়ে কবরস্থানে গেলাম এবং কবর খনন করলাম।
লাশের উপর টর্চ জ্বালিয়ে দেখি মুখ বন্ধ করা থলে এক পাশে খালি পড়ে আছে।
থলের ভিতর রাখা টাকা হাফেজের দেহের উপর বিশেষভাবে ছড়িয়ে রাখা হয়েছে। আমি কবর বন্ধ করে চলে আসতে চাইলাম।
হঠাৎ মনে হইলো, এতো কষ্ট করে যখন কবর খনন করেছি অন্তত: একটা নোট নিয়ে যাই।
একথা ভেবে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি একটি নোটে লাগানোর সাথে সাথে মনে হল, আমার হাতে বিষাক্ত সাপ দংশন করেছে।
ডান হাতের বৃদ্ধাঙ্গুলে অস্বাভাবিক জ্বালাপোড়া শুরু হল। আমি হাত টেনে নিয়ে তাড়াতাড়ি কবর বন্ধ করে ঘরে ফিরে গেলাম।
ঘরে ফিরার পর কঠিন অসুখ দেখা দিল। সুস্থ হওয়ার পরও ডান হাতের বৃদ্ধাঙ্গুলে জ্বালাপোড়ার যন্ত্রণা ভালো হল না।
চিকিৎসায় বহু টাকা ব্যয় করেছি। তবে আঙ্গুল পানিতে ডোবালে শোঁ করে শব্দ হওয়ার পর কিছুটা আরাম অনুভব করি। দিনে রাতে সব সময় আঙ্গুল জ্বলতে থাকে।
এই ঘটনা শ্রবণকারী যুবক বললো, আমি মুচির ডান হাতের আঙ্গুলি ধরে দেখলাম, আঙ্গুল ভীষণ গরম।
যেন আগুন ছুঁয়েছি এরকম মনে হল। তার আঙ্গুল ছোঁয়ার পর আমার হাতও দীর্ঘ সময় জ্বলতে লাগলো।
বিস্ময়কর এ ঘটনায় আমি প্রভাবিত হলাম। আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করুন।
উৎসঃ চোখে দেখা কবরের আযাব | পৃষ্ঠা-৪১
━━━━━━━━⊱✿⊰━━━━━━━
নিত্য প্র়োজনীয় ইলেট্রিক ও কসমেটিক পণ্য এবং খাঁটি চাকের মধু নিতে আজই যোগাযোগ করুন।