Breaking News
Home / জরুরী মাসাইল / প্রশ্নোত্তর পর্ব / নামাজের ভিতর সিজদার আয়াত পাঠ করে সিজদা না দিলে করণীয়

নামাজের ভিতর সিজদার আয়াত পাঠ করে সিজদা না দিলে করণীয়

মুলিমবিডি২৪ডটকম

তিলাওয়াতে সিজদা ভুলে গেলে

আলহাু লিল্লাহ আমি গত বছর কুরআন কারীমের হিফয শেষ করেছি।এ বছর এক অফিসে তারাবীর নায পড়াচ্ছি।

তো গত ষোলো রমযানে সূরা ফুরকানের সিজদার াত পড়েও ভুলে সিজদা না দিয়ে ঐ পৃষ্ঠা শেষ করি।

এরপর রুকু সিজদা আদায় করে নামায শেষ করি। তারাবীর নামাযের পর আমি দ্বিধায় পড়ে যাই যে,

সবাইকে একাকী সিজদা আদায় করে নেওয়ার জন্য বলব কি বলব না? ের কাছে জা বিষয় হল, এক্ষেত্রে করণীয় কী?

যেহেতু নামাযের ভেতরে তিলাওয়াতে সিজদাটি ভুলে করা হয়নি, তাই এখন কি সবাইকে একাকী সিজদাটি আদায় করতে বলা ?

প্রশ্নের

প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত তিলাওয়াতে সিজদাটি যেহেতু নামাযের ভেতর আদায় করা হয়নি,

তাই এখন আর উক্ত সিজদায়ে তিলাওয়াতটি আদায়ের সুযোগ নেই।

কেননা নামাযে সিজদার আয়াত পড়া হলে নামাযের ভেতরেই তা আদায় করা জরুরি। নামাযের বাইরে তা আদায় করা যায় না।

 

উল্লেখ্য, নামাযে সিজদার আয়াত পড়ার পর সিজদা করতে ভুলে গেলে নামাযের ভেতরেই স্মরণ হওয়া মাত্র তা আদায় করে নেবে

এবং সিজদার আয়াত থেকে দুই আয়াতের বেশি বিলম্ব হয়ে গেলে নামায শেষে সাহু সিজদা করবে।

 

―কিতাবুল আছল ১/২০৫; বাদায়েউস সানায়ে ১/৪৪১; ফাতহুল কাদীর ১/৪৭০; শরহুল মুনইয়া, পৃ.৫০১;

আদ্দুররুল মুখতার ২/১০৯; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৬৫

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ?MD AFJALツ ফলো করুন।

Check Also

ই'তিকাফের অবস্থায় ধুমপান করার হুকুম

ই’তিকাফ অবস্থায় ধুমপানের হুকুম

(মুসলিমবিডি২৪ডটকম) প্রশ্নঃ  ই'তিকাফের অবস্থাায় ধুুমপা করা যাবে? উত্তরঃ ধুমপান করা মাকরুহ (ফাতাওয়ায়ে মাহমূদিয়া ১০/২৯১)। এতেকাফকারী ধুমপানের …

Powered by

Hosted By ShareWebHost