Breaking News
Home / ইসলাম ধর্ম / স্বল্পমূল্যে ক্রয় করুন আমির আল উদ আতর

স্বল্পমূল্যে ক্রয় করুন আমির আল উদ আতর

(MuslimBD24.com)

স্বল্পমূল্যে সকল ব্রান্ডের পণ্য ক্রয় বিক্রয় করুন
WhatsApp call and message ⤴️

?Amir Al Oud ( আমির আল অউদ)

? আতরটির বৈশিষ্ট্যঃ

নাম আমির আল উদ হলেও মূলত এটা কোন উদই নয়, এটা সিনথেটিক সুগন্ধী।

আতরটি মূলত মিষ্টি ধাঁচের,তীব্র সুগন্ধী বিশিষ্ট। তবে মিষ্টি ধাঁচটা আর দশটা মিষ্টি আতরের মতন নয়,

আরবীয় ধাঁচের, আশেপাশে অবস্থানকারীদের নাকে জানান দেবে এর ঘ্রান,

এর ঘ্রানের স্থায়ীত্ব সব মিলিয়ে ইনশাল্লাহ প্রথমদিন পার হয়ে

দ্বিতীয় দিনেও টিকে বলে গ্রাহকদের অভিমত পাওয়া গেছে।

এক কথায় বলতে বললে বলা যায়, ঘ্রানটা কেমন যেন খেয়ে ফেলতে মন চায় এরকম কিছু।

এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন শীতের আকর্ষণীয় কালেকশন সহ রকমারি পণ্য সামগ্রী

যেগুলো আমরা একেবারেই স্বল্প লাভে সেল দিয়ে থাকি।

অর্ডার করতে উপরে দেয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ।

 

 

 

 

About Muhammad abdal

আমি মুহাম্মদ আব্দুর রহমান আবদাল।দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেছি ২০২১ ইংরেজি সনে । লেখালেখি পছন্দ করি।তাই সময় পেলেই লেখতে বসি। নিজে যা জানি তা অন্যকে জানাতে পছন্দ করি,তাই মুসলিমবিডি ওয়েব সাইটে লেখা প্রকাশ করি। ফেসবুকে ফলো করুন👉 MD ABDALツ

Check Also

আল্লাহভীরু আলেমদের নেতৃত্বে রাষ্ট্র: নিরাপত্তা, ন্যায় ও নৈতিকতার পথে উদাহরণ আফগানিস্তান

আল্লাহভীরু আলেমদের নেতৃত্বে রাষ্ট্র: নিরাপত্তা, ন্যায় ও নৈতিকতার পথে উদাহরণ আফগানিস্তান

ভূমিকা: যখন কোনো জাতির নেতৃত্ব পায় একদল আল্লাহভীরু, সৎ, দ্বীনদার আলেম—তখন রাষ্ট্র শুধু উন্নয়ন নয়, …

Powered by

Hosted By ShareWebHost