(মুসলিমবিডি২৪ডটকম)
কাজী ইয়াহিয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহ যিনি ইমাম বুখারী রহিমাহুল্লাহ এর শায়েখ ছিলেন।
তার ইন্তেকালের পর কোন এক মুরিদ থাকে স্বপ্নে দেখলো যে, আল্লাহ তায়ালা তার হিসাব নিকাশ কঠিন ভাবে নিচ্ছেন।
যখন শাস্তির ফয়সালা হয়ে গেল তখন তিনি আল্লাহ তায়ালাকে বললেন হে আমার পরওয়ার দিগার!
আমি তোমার প্রিয় নবীর হাদিস পড়েছি যাতে তোমার নবী বলেছেন “আল্লাহ তায়ালা বৃদ্ধ দাড়িপাকা মুসলমানকে শাস্তি দিতে লজ্জাবোধ করেন”
অতঃপর আল্লাহতালার পক্ষ থেকে এলান হলো দয়াময় আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন।
আর যা কিছু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফে এরশাদ করেছেন,
তাতে কোন সন্দেহ নেই নিশ্চয়ই বৃদ্ধ দাড়ি পাকা মুসলমানের উপর আমার দয়া হয়।
শেখ সাদী রাহিম আল্লা বলেন আল্লাহতালা মুসলমানকে সম্মান করেন।
অতএব আমাদের জন্য উচিত হলো দাড়ি রেখে মৃত্যু পর্যন্ত তার ওপর অভিচল থাকা।
যদি আল্লাহর আলামিন আমাদেরকে দাড়ি পাকা অবস্থায় তার ডাকে সাড়া দেওয়ার আহবান করেন,
তাহলে যেন আমরা এই অবস্থায় তার ডাকে সাড়া দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি।
সাদা দাড়ি আল্লাহর নিকট অধিক সম্মানী,। দাড়ি রাখার উপকারিতা অপরসীম, দাড়ি না রাখার অপকারিতা