Breaking News
Home / আসমানি কিতাব / হযরত মুসা আঃ এর সহিফায় কি ছিল

হযরত মুসা আঃ এর সহিফায় কি ছিল

(২৪ডটকম)হযরত মুসা আঃ এর সহিফায় কি ছিল

এর সহিফা

আবু যর রাঃ বলেন, আমি কে জিজ্ঞাসা করিলাম হযরত মূসা আঃ এর সহিফাগুলিতে কি কি ছিল? এরশাদ করিলেন,

সব কয়টি মূলক উপদেশ। যেমন, আমি আশ্চর্য বোধ করি ঐ ব্যক্তির উপর যে ্যুকে সত্য জেনে ও কথায় কথায় কেমন করিয়া হাসে,

কেননা যে ব্যক্তি বিশ্ করে যে আর উপর ফাসির হুকুম হয়েছে শীঘ্রই আমাকে ফাঁসি কাষ্ঠে ঝুলিতে হইবে সে যে কোন ব্যাপারে হাসিতে পারে না।

আমি আরো আশ্চর্যবোধ করি ঐ ব্যক্তির উপর, যে প্রতিনিয়ত দুনিয়ার উত্থান পতন স্বচক্ষে দর্শন করিতেছে তবুও সে উহার উপর আস্থাশীল হয়ে থাকে

এবং হিসাব-নিকাশ কে অনিবার্য জেনে ও নেক কাজে অগ্রসর হয় না। আবু যর রাযিঃ আবার আরজ করিলেন, হুজুর! আমাকে কিছু নছিহত করুন।

সাঃ বলেন, আল্লাহর ভয় অন্তরে পোষণ কর যেহেতু উহা সমস্ত নেক কাজের মূল স্বরূপ। আমি আরজ করিলাম হুজুর আরো কিছু বলুন।

তিনি বলেন তেলাওয়াতে মনোনিবেশ কর, কারণ উহা দুনিয়াতে নূরস্বরূপ।

আর আসমানে পুঞ্জিভুত সম্পদস্বরূপ। আমি আরও কিছু চাহিলাম পর রাসুল সাঃ বললেন, অধিক হাসিও না।

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Powered by

Hosted By ShareWebHost