(মুসলিমবিডি২৪ডটকম)

স্বচ্ছলতা অসচ্ছলতা সর্বাবস্থায় ব্যয়ের ক্ষেত্রে মধ্যপন্থা গ্রহণ করা।
মধ্যপন্থা গ্রহণ করার অর্থ হলো, এর ক্ষেত্রে কমিও না করা বেশিও না করা।
ব্যয়ের ক্ষেত্রে মধ্যমপন্থা গ্রহন করতে অভ্যস্ত হলে মুক্তি পাওয়া যায়!
কিন্তু কিসের থেকে মুক্তি পাওয়া যায়?
এই প্রশ্নের জবাব হলো, অপব্যয় থেকে মুক্তি পাওয়া যায়,
অমিতব্যয় থেকে মুক্তি পাওয়া যায়,
প্রয়োজনীয় স্থানে ব্যয় না করার কার্পণ্য থেকে মুক্তি পাওয়া যায়।
অপব্যয় করার অর্থ হলো যেখানে ব্যয় করার অনুমতি নেই সেখানে ব্যয় করা।
যেমন নাজায়েজ কাজে ব্যয় করা,গোনাহপর কাজে ব্যয় করা।
আর অমিতব্যয় এর অর্থ হল জায়েজ স্থানে ব্যয় করা,
তবে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ব্যয় করা।
আর কার্পণ্য বা বখীলী হলো প্রয়োজনীয় স্থানে প্রয়োজনের চেয়ে কম ব্যয় করা।
শরীয়তে অপব্যয়, অমিতব্যয় এবং কার্পণ্য সবই নিষিদ্ধ।
কুরআনে কারীমের সূরা বনি ইসরাইলের ২৭ নং আয়াতে
অপব্যয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে।
আল্লাহ তাআলা বলেন:- নিশ্চয়ই অপব্যকারীরা শয়তানের ভাই। (সূরা বনী ইসরাইল)
তাছাড়া সূরা বনী ইসরাইলের ২৯ নং আয়াতে অমিতব্যয়
এবং কার্পণ্য উভয়টি সম্পর্কে নিষেধাজ্ঞা এসেছে।
আল্লাহ তাআলা বলেন:- তুমি একেবারে ব্যয়-কুষ্ট হয়ো না
এবং একেবারে মুক্ত হস্তও হয়ো না। (সূরা বনি ইসরাঈল)
যারা ব্যয় এর ক্ষেত্রে মধ্যমপন্থায় অভ্যস্ত তারা অপব্যয় এবং কার্পণ্য সবটা থেকে রক্ষা পায়
এবং এগুলির গুনাহ থেকে মুক্তি পায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমীন।।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

