Breaking News
Home / আল কোরান / কোরআন শরীফের সাত মঞ্জিলের সুচনা কিভাবে হলো

কোরআন শরীফের সাত মঞ্জিলের সুচনা কিভাবে হলো

(মুসলিমবিডি২৪ডটকম) 

কোরআন শরিফের মঞ্জিল

পবিত্র কোরআন সাত মঞ্জিলে বিভক্ত,

আমিরুল মু’মিনিন হজরত উসমান গনী রা. শুক্রবারে আরম্ভ করে বৃহস্পতিবারে কজতম শেষ করতেন।

এভাবেই সাত দিনে সাত মঞ্জিল নির্ধারিত হয়।

পূর্ববর্তী আইম্মাগন এই সাত মঞ্জিলের পরিচয় নির্ধারণ করার জন্য  সাতটি হরফ নির্ধারণ করেন।

প্রত্যেক হরফ দ্বারা মঞ্জিল আরম্ব বুঝে নিবেন

  1. ف দ্বারা সুরা ফাতেহা হতে সুরা নিসার শেষ পর্যন্ত।
  2. م দ্বারা সুরা মায়িদাহ হতে সুরা তাওবা শেষ পর্যন্ত।
  3. ي দ্বারা সুরা ইউনুস হতে সুরা নাহল এর শেষ পর্যন্ত।
  4. ب দ্বারা বানী ইসরাইল হতে সুরা ফুরক্বান পর্যন্ত।
  5. ش দ্বারা শুয়ারা হতে ইয়াসিন পর্যন্ত।
  6. و দ্বারা ওয়া সসাফাত হতে হুজুরাত পর্যন্ত।
  7. ق দ্বারা সুরা ক্বাফ হতে নাস পর্যন্ত।

এভাবে  সাত মঞ্জিলে কোরআন শরিফ খতম করার অনেক ফজিলত  রয়েছে।

আল্লাহ আমাদেরকে তাওফিক  দান করুন।

আরো পড়ুন বিসমিল্লাহ ও দুরূদ অশুদ্ধ বা অসম্পূর্ণ বলা ও লেখা, দ্রুত বিয়ে হওয়ার আমল

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

বাচ্চাদের জবান ফুটানোর তদবির

বাচ্চাদের জবানে কথা ফুটানোর রুকইয়া

(মুসলিমবিডি২৪ডটকম) উপযুক্ত বয়স হওয়ার পরেও যে সমস্ত বাচ্চা পর্যাপ্ত কথা বলতে পারেনা অথচ শ্রবণ শক্তি …

Powered by

Hosted By ShareWebHost