Breaking News
Home / ইসলাম ধর্ম / কোন আমল করলে প্রিয় জীবনসঙ্গীকে খুজে পাবেন

কোন আমল করলে প্রিয় জীবনসঙ্গীকে খুজে পাবেন

(মুলিমবিডি২৪ডটকম)

কোন আমল করলে প্রিয় জীবনসঙ্গীকে খুজে পাবেন

মানুষের জীবনের একটি ত্বপূর্ণ অধ্যায় িত জীবন।

মানুষ তার জীবনের প্রয়োজনেই পরিবার গঠন করে।

উপযুক্ত জীবনসঙ্গী মানুষের জীবন সমৃদ্ধ করতে পারে।

দুজনেই দুজনের জীবনকে সুন্দরভাবে গঠন করতে করে।

জীবনসঙ্গীর য় মানুষ তার বড় বড় স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়।

অপরদিকে জীবনসঙ্গীর সাথে মতের, মনের ও রুচির অমিল উভয়ের জীবনকেই দুর্বিষহ করে তোলে।

সুতরাং র কাছে আমরা আমাদের উপযুক্ত জীবনসঙ্গীর জন্য দোয়া করা উচিত।

ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

تزوج الودود والولود فإنى مكاثر بكم الامم  )(الحديث

আলোচ্য হাদিসে এমন বিবাহ করার প্রতি উৎসাহিত করা হয়েছে, যারা  স্বামীকে বেশী ভালোবাসে ও বেশী সন্তান প্রসব করে।

জীবনসঙ্গী খুজে পাওয়ার আমল

হযরত আলী রা. থেকে এক বর্ণনায় এসেছে, কেউ যদি উপযুক্ত জীবনসঙ্গীর সন্ধানে থাকে

তবে সে যেন সূরা ফাতিহা ও সূরা ইয়াসিন পাঠ করে দুই রাকাত নামাজ আদায় করে।

এরপর নিম্নের এই দোয়া করে,

اللَّهُمَّ ارْزُقْنِی زَوْجَةً وَدُوداً وَلُوداً شَکُوراً غَیُوراً إِنْ أَحْسَنْتُ شَکَرَتْ وَ إِنْ أَسَأْتُ غَفَرَتْ وَ إِنْ ذَکَرْتُ اللَّهَ تَعَالَى

أَعَانَتْ وَ إِنْ نَسِیتُ ذَکَّرَتْ وَ إِنْ خَرَجْتُ مِنْ عِنْدِهَا حَفِظَتْ

وَ إِنْ دَخَلْتُ عَلَیْهَا سُرَّتْ وَ إِنْ أَمَرْتُهَا أَطَاعَتْنِی

وَ إِنْ أَقْسَمْتُ عَلَیْهَا أَبَرَّتْ قَسَمِی وَ إِنْ غَضِبْتُ عَلَیْهَا أَرْضَتْنِی یَا ذَا الْجَلَالِ وَ الْإِکْرَامِ

هَبْ لِی ذَلِکَ فَإِنَّمَا أَسْأَلُکَه و لا آخِذ اِلاّ ما مَنَنْتَ واَعْطَیْتَ

অর্থাৎ, হে আল্লাহ! আমাকে এমন একজন সুন্দর, সন্তান-বৎসল, শোকরগুজার জীবনসঙ্গী কর,

যে আমার প্রতি কৃতজ্ঞ হবে যদি আমি তার সাথে ভালো ব্যবহার করি

এবং আমাকে ক্ষমা করবে যদি আমি তার সাথে মন্দ ব্যবহার করি;

এমন একজন সঙ্গী যে আমাকে আল্লাহর স্মরণে সাহায্য করবে এবং আমি স্মরণ করতে ভুলে গেলে আমাকে স্মরণ করিয়ে দেবে;

এমন একজন সঙ্গী যে আমার অনুপস্থিতিতে আমার প্রতিরক্ষা করবে

এবং আমার উপস্থিতিতে আমাকে অনন্দিত করবে;

এমন একজন সঙ্গী যে আমার কথায় গুরুত্ব প্রদান করবে

এবং তার বিরদ্ধে হলেও আমার মতামতকে বিবেচনা করবে;

এমন একজন সঙ্গী যে আমি রেগে গেলে আমাকে শান্ত করবে।

হে সম্মান ও মর্যাদার মালিক! আমাকে এমন সঙ্গী প্রদান কর।

তার জন্য আমি তোমার কাছেই প্রার্থনা করি এবং তুমি প্রদান না করলে আমার জন্য কোন সিদ্ধান্তই হতে পারেনা।

 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost