Breaking News
Home / নিউজ-সংবাদ / ফুটপাতে সিম বিক্রয়; দায় নেবে কে গ্রাহক না কোম্পানি

ফুটপাতে সিম বিক্রয়; দায় নেবে কে গ্রাহক না কোম্পানি

অবৈধ সিম বিক্রি

রিসাইকেল সিম রাস্তার পাশে টুল ছাতা নিয়ে বসে বিক্রি করা হোক

কিংবা  কাস্টমার কেয়ার সেন্টার থেকে বিক্রয় করা হোক।

একজন নতুন গ্রাহক সিম কেনার পর কেন-

১। নতুন গ্রাহকের নাম্বারে কেন অপরিচিত নাম্বার থেকে কলের পর কল আসবে এবং অন্য কাউকে খোঁজ করবে?

 

৩। কেন অমুক তমুক টাকা পায়, অমুক তমুকের বিলের মেসেজ আসবে নতুন গ্রাহকের কাছে?

 

৪। নতুন গ্রাহককে কেন শুনতে হবে- আপনি চোর, বাটপার, ছিনতাইকারী?

 

৫। গ্রাহক কেন তার নতুন নাম্বার দিয়ে বিকাশ একাউন্ট করতে পারবে না?

 

৬। গ্রাহক কেন তার নাম্বার ব্যবহার করে টিন সার্টিফিকেটের মত প্রয়োজনীয় জিনিস করতে পারবে না?

 

৭। কোন গ্রাহক সেই নাম্বার ব্যবহার করে কোন একাউন্ট খোলার পর সেই একাউন্ট রিকভারী কিংবা ডিজেবল কেন করতে পারবে না?

 

৮। রিসাইকেল সিম মানে কেন শুধু একজন গ্রাহকের মালিকানা পরিবর্তন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে?

 

৯। কেন সিমের সাথে সম্পৃক্ত অন্যান্য সব বিষয় মোবাইল অপারেটর কোম্পানী রিসাইকেল প্রসেস রাখবে না

এবং গ্রাহক কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে তার সমাধান পাবে না?

এর দায় কার

গ্রাহকের নাকি মোবাইল অপারেটর কোম্পানীগুলোর?

যারা নতুন এবং রিসাইকেল সিমকে একি বলে বিক্রি করছে,

নতুন সিম এবং রিসাইকেল সিম সম্পর্কে গ্রাহককে বিস্তারিত না জানিয়ে সিম বিক্রি করছে

এবং কোন পণ্য বা সেবা ব্যবহারের সুবিধা কিংবা অসুবিধার তথ্য গোপন করে গ্রাহকদের সাথে প্রতারণা করছে?

আরো পড়ুন👇

একটি এপ্স দিয়ে সকল সিমে ফ্লেক্সিলোড দিন সাথে কমিশন
ডিজাইন কিনুন Do you want to learn graphic design

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

গুগল এডসেন্স থেকে ইনকাম সোর্স

গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করবেন: Google adsense কি বা এর কাজ কি এই দুটো …

Powered by

Hosted By ShareWebHost