(মুসলিমবিডি২৪ডটকম)

আকিকা আরবি শব্দ। যার বাংলা প্রতিশব্দ হলো:- ছিঁড়ানো, ফাটানো। পরিভাষায় আকিকা বলা হয়:- নবজাতক শিশুর ভূমিষ্ঠের পূর্বের চুল, কেননা বাচ্চা
ভূমিষ্ঠের সপ্তম দিন তার মাথার চুলগুলো মুন্ডিয়ে ফেলা হয়। আর মাথা মুন্ডানোর সময় জিয়াফতের উদ্দেশ্যে যে বকরি বা দুম্বা জবাই করা হয় সেই
সুবাদে ঐ পশুকে আকিকা বলা হয়। (মাজাহেরুল হক ৫/৬৫) আকিকার ফজিলত:- হযরত সালমান ইবনে আমের রা. বর্ণনা করেন রাসুল সা. ইরশাদ
করেছেন প্রত্যেক সন্তানের জন্ম লগ্নে আকিকা করা সুন্নত। সুতরাং তাদের পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো অর্থাৎ জন্তু জবাই করো এবং তাদের হতে
কষ্টদায়ক জিনিস দূর করো অর্থাৎ সন্তানের মাথার চুল মন্ডন করো। ( বুখারী) হযরত সামুরা ইবনে জুন্দুব রা. বর্ণনা করেন, রাসূল সা. এরশাদ করেন
প্রত্যেক ভূমিষ্ঠ সন্তান নিজ আকিকার সাথে বন্ধকৃত। সুতরাং সন্তানের পক্ষ হতে জন্মের সপ্তম দিবসে জন্তু জবাই করবে, সন্তানের মাথা মুন্ডন
করবে এবং নাম রাখবে। ( সুনানে নাসাঈ) হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত তিনি বলেন রাসূলে আকরাম সা. দুটি ভেড়া দ্বারা হযরত
হাসান ও হোসাইন রা. এর পক্ষ হতে আকিকা করেছেন। ( প্রাগুক্ত) হযরত আনাস রা. থেকে বর্ণিত রাসুলুল্লাহ সা. স্বীয় আকিকা করেছেন। ( কানযুল
উম্মাল) হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত রাসুল সা. বলেন:- ইহুদিরা পুত্র সন্তানের আকিকা করত কিন্তু কন্যা সন্তানের আকিকা করত না! তোমরা পুত্র
সন্তানের জন্য দুটি ছাগল এবং কন্যা সন্তানের জন্য একটি ছাগল দিয়ে হলেও আকিকা করো। (বায়হাকী সুনানে কোবরা) আকিকার পশুর
সংখ্যা:- ছেলে সন্তানের জন্য দুটি ছাগল আকিকা করতে হয় আর কন্যা সন্তানের জন্য একটি। হযরত উম্মে কুরজ রা. থেকে বর্ণিত তিনি বলেন:- আমি
রাসূলকে সা. বলতে শুনেছি ছেলের জন্য এক ধরনের দুটি বকরি এবং মেয়ের জন্য একটি বকরি (আবু দাউদ)
তবে কারও সামর্থ্য না থাকলে একটি ছাগল দিয়েও আকিকা করতে পারে। হযরত আলী রা. বলেন রাসূল সা.একটি ছাগল দিয়ে হাসানের রা. আকিকা করেছেন। ( জামে তিরমিজি)
আরও পড়ুন:-
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

