Breaking News
Home / ইসলাম ধর্ম / মানুষ খুবই অবিচারী ও মূর্খ

মানুষ খুবই অবিচারী ও মূর্খ

(২৪ ডটকম)

মানুষ খুবই অবিচারী মুর্খ 

আল্লাহ তায়ালা সৃষ্টি করে সর্বপ্রথম তাদের থে একটি  ওয়াদা নিয়েছেন। তিনি প্রশ্ন করেছিলেন   ❝আমি কি তোদের প্রভু নই?❞

সেদিন সকল মানুষ একবাক্যে বলেছিল ❝হে আল্লাহ! আপনি আমাদের  প্রভু।❞ আমরা অবশ্যই আপ অনুগত্য করব।

এই অঙ্গিকারকে সুরা আহজাবের ৮২ নং াতে আমানত শব্দে ব্যাক্ত করা হয়েছে। ইরশাদ হয়েছে।

انا عرضنا الامانة علي السماوات و الارض و الجبال فأبين ان يحملنها و اشفقن منها و حملها الانسان  انه  كان ظالوما جهولا

অর্থাৎঃ আমি পৃথিবীর প্রতি আমানত পেশ করলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি এই আমানতের বুঝা বহন করতে পারবে?

পৃথিবী আমানতের বুঝা বহন করতে অস্বীকার করল

তারপর এই আমানত পাহাড় পর্বতের নিকট  পেশ করলাম, আর জিজ্ঞাসা করলাম তোমরা কি পারবে এ বহন করতে?

তারাও অস্বীকার করল। আমানতের বোঝা বহন করতে সকলেই  ভয় পেল।

কিন্তু যখন মানুষের নিকট  সেই আমানত পেশ করা হল, তারা ের সাথে তা গ্রহণ করে নিল।

এ কারনেই আল্লাহ রাব্বুল আলামীন তার পবিত্র কালামে ইরশাদ করেন ❝  انه كان ظلوما جهولا   এরা খুবই  ও মূর্খ❞।

তারা এত বড় বোঝা বহন করতে এগিয়ে এসেছে, যদি বোঝা বহন করতে তারা ব্যার্থ হয় তাহলে যে কঠিন  পরিনতির  স্বীকার হতে তা একবার ভেবে দেখেনি।

আরো পড়ুন বিশ্বজগতের সৃষ্টি উদ্দেশ্যহীন নয়, আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়

 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost