(মুসলিমবিডি২৪ডটকম)

এক মুসলমানের সাথে অপর মুসলমানের তিন দিনের চেয়ে বেশী কথা বর্জন করে থাকা জায়িয নয়। এই কথা/ সম্পর্ক বর্জন তখন
নাজায়িয যখন তা পার্থিব কোন কারনে হবে। কিন্ত যদি দ্বীনি কোনো স্বার্থে কারো সাথে বন্ধুত্ব / কথা বর্জন করতে হয় তাহলে তা
জায়েজ। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে মোগাফফাল রা. নিজের ভাতিজাকে আংগুল দ্বারা কংকর নিক্ষেপ করা থেকে বাধা দেওয়া
সত্ত্বেও সে শুনেনি। অথচ বিষয়টি ধর্মীয় দৃষ্টিকোনে নিষেধ ছিল। তাই সে বিষয়টি ত্যাগ না করার কারণে আব্দুল্লাহ ইবনে মোগাফফাল
রা. তাকে জানিয়ে দিলেন; আমি তোমার সঙ্গে কখনো কথা বলবো না। দিনের স্বার্থে তিনি ভাতিজার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। ঠিক
তদ্রুপভাবে এমন ব্যক্তি; যার সঙ্গে চলাফের করলে দ্বীনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এদের সাথে সম্পর্ক ছিন্ন করা জায়েজ
যতক্ষণ পর্যন্ত না তারা তাওবা করবে। তবে তা হতে হবে শালীনতা ও ভদ্রতার মধ্য দিয়ে। শত্রুতাপূর্ণ মনোভাব থাকলে কিংবা
উশৃংখলতা প্রকাশ পাওয়ার সম্ভাবনা থাকলে এরূপ না করাই বাঞ্ছনীয়। আল্লাহ আমাদের বুঝার তাওফিক দান করুন। আমীন!!
আরও পড়ুন:-
যুব সংঘটন নিয়ে কিছু কথা
সাবধানে কথা বলুন!
নবীজির যাদুময়ী কথার প্রভাব
যাদের সমালোচনা গীবত নয়
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

