(মুসলিমবিডি২৪ডটকম)

মুত্তাকীর পরিচয়
সূরা বাক্বারার ৩ নং আয়াতে আল্লাহ তায়ালা মুত্তাকীর তিনটি গুনের কথা আলোচনা করেছেন। তা হলো,
যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে, নামাজ প্রতিষ্টা করে, এবং স্বীয় জীবিকা থেকে সৎপথে ব্যয় করে তারাই মুত্তাকী।
হযরত হাসান বসরি রহ. বলেন: মুত্তাকী তারাই যারা হারাম কাজ থেকে বিরত থাকে এবং ফরজ কাজসমুহ নিষ্ঠার সাথে পালন করে থাকে।
মুফাসসিরকুল শিরমণি হযরত ইবনে আব্বাস রা. বলেন: মুত্তাকী তারাই যারা ইমান আনার পর শিরক তথা অংশিদারিত্ব,
কাবায়ির তথা কবিরা গুনাহ, ফাওয়াহিশ তথা অশ্লিলতা থেকে বিরত থাকেন এবং মহান আল্লাহর আদেশ নিষেধাবলি যথাযথ মেনে চলেন।
একদা হযরত মু’য়ায ইবনে জাবাল রা. কে মুত্তাকীর পরিচয় সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিলেন: যারা শিরক ও মূর্তিপূজা থেকে দূরে রয়েছে
এবং একমাত্র আল্লাহর ইবাদত করে তারাই মুত্তাকী।
প্রখ্যাত হাদিস ব্যাখ্যাগ্রন্থ ফাতহুল কাদিরে মহানবী সা. এর একটি হাদিস উদ্বৃত আছে যে, মহানবী সা. ইরশাদ করেন:
কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুত্তাকী হতে পারবে না যতক্ষণ না সে ‘অসুবিধা নেই এমন বস্তুকে ছেড়ে দেয় এই ভয়ে যে, অসুবিধা আছে এমন কাজে জড়িয়ে যেতে পারে’।
তাফসিরে আনওয়ারুল কুরআন ১/৪৪
আরও পড়ুন:
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

