(মুসলিমবিডি২৪ডটকম) 
নামাজের ওয়াজিব সমুহ
নামাজের ওয়াজিব ১৪টি। (১) সুরা ফাতিহা পুরা পড়া। (২) সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলানো। (৩) রুকু ও সিজদায় দেরী করা।
(৪) রুকু হইতে সোজা হয়ে দাড়ানো। (৫) দুই সিজদার মাঝে সোজা হয়ে বসা।
(৬) প্রথম বৈঠক করা। (৭) উভয় বৈঠকে তাশাহহুদ ( আত্তাহিয়্যাতু) পাঠ করা।
(৮) ইমামের জন্য কেরাত আস্তের জায়গায় আস্তে পড়া, জোরের জায়গায় জোরে পড়া।
(৯) বিতির নামাজে দু’য়ায়ে কুনুত পড়া। (১০) উভয় ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবীর বলা।
(১১) প্রত্যেক ফরয নামাজের প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্দিষ্ট করা।
(১২) প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতীব ঠিক রাখা। (১৩) প্রত্যেক রাকাতের ওয়াজিব গুলোর তারতীব ঠিক রাখা।
(১৪) আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করা।
আরো পড়ুন 👇👇👇
নামাজের সুন্নতে মুআক্কাদাহ সমুহ, নামাজ ভঙ্গের কারণসমূহ, নামাজে মনোযোগি হওয়ার উপায়
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

