(মুসলিমবিডি২৪ডটকম) 
নামাজের সুন্নতে মুআক্কাদাহসমুহ
নামাজে সুন্নাতে মুয়াক্কাদাহ ১২ টি। (১) তাকবীরে তাহরীমা বলার সময় উভয় হাত কান পর্যন্ত উঠানো।
(২) কিরাতের সময় দুই হাত নাভীর নিচে বেঁধে রাখা। (৩) আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া।
(৪) বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়া। (৫) প্রথম রাকাতের প্রথমেই ছানা পড়া। (৬) উঠা ও বসার সময় তাকবীর তথা আল্লাহু আকবার বলা।
(৭) রুকুর তাসবীহ তথা সুবহানা রাব্বিয়াল আজিম পড়া। (৮) সিজদার তাসবীহ তথা সুবহানা রাব্বিয়াল আ’লা পড়া।
(৯) রুকূ থেকে উঠার সময় সামিআল্লাহু লিমান হামিদাহ, রাব্বানা লাকাল হামদ বলা। (১০) তাশাহহুদের পর দুরূদ শরীফ পড়া।
(১১) সুরা ফাতিহার শেষে আমীন বলা। (১২) দু’য়ায়ে মাছুরা পড়া।
আরো পড়ুন 👇👇👇
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

