(মুসলিমবিডি২৪ডটকম)

নবজাতকের সুন্দর নাম
হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, রাসুলুল্লাহ সা.বলেছেন: তোমাদের নামসমূহের মধ্যে আল্লাহ তা’আলার নিকট সবচেয়ে প্রিয় নাম হল আব্দুল্লাহ
ও আব্দুর রহমান।( মুসলিম শরীফ/মিশকাত শরীফ)
আল্লামা তাবারানি রহ. বলেন: যে সমস্ত নাম আল্লাহর দাসত্ববোধক অর্থ প্রকাশ করে সে সব
নামই আল্লাহর নিকট অধিক প্রিয়।(মিশকাত শরীফ)
যেমন: ১/আব্দুল্লাহ ( আল্লাহর দাস)
২/ আমাতুল্লাহ( আল্লাহর দাসী)
৩/ আহমাদুল্লাহ( আল্লাহর অধিক প্রশংসাকারী)
৪/নাসরুল্লাহ( আল্লাহর সাহায্য)
৫/ হামিদুল্লাহ( আল্লাহর প্রশংসা করি)
৬/ উবাইদুল্লাহ( আল্লাহর ছোট দাস)
আবু ওয়াহহাব জুশামী রা. বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন : নবীদের নামানুসারে নাম রাখবে আর আল্লাহর নিকট আব্দুল্লাহ ও আব্দুর রহমান নাম
সবচেয়ে প্রিয়।( মিশকাত শরীফ)
কয়েক জন নবীর নাম:
১/ মোহাম্মাদ সা.২/ইদ্রিস আ. ৩/সালিহ আ. ৪/
ইব্রাহিম আ. ৫/ ইসমাইল আ. ৬/ ইয়াকুব আ. ৭/ ইউসুফ আ. ৮/ সুলাইমান আ. ৯/ ইউনুস আ. ১০/ জাকারিয়া আ. ১১/ ইলিয়াস আ. ১২/ হারুন আ.।
আরো পড়ুন আধুনিকতার ছুয়ায় ইসলামি নাম, মায়ের নামে কসম করলে কসম হয় না,
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

