Breaking News
Home / বিবাহ/শাদী / যে কারণে মাদ্রাসায় পড়ুয়া ছেলেকে বিয়ে করা উচিৎ

যে কারণে মাদ্রাসায় পড়ুয়া ছেলেকে বিয়ে করা উচিৎ

(মুসলিম বিডি২৪.কম)

যে কারণে মাদ্রাসায় পড়ুয়া ছেলেকে বিয়ে করা উচিৎ

بسم الله الرحمن الرحيم 

সবার জন্য একটি গুরুত্বপূর্ণ কথাগুলো

মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা জামা কাপড় পরিস্কার করতে পারে রুম পরিস্কার করতে পারে ঘরোয়া কাজ ও মোটামুটি জানে।

আপনি সারা দিন সাজু-গুজু নিয়ে ব্যস্ত থাকলেও আপনাকে কিছু বলবে না!মাদ্রাসার খাবার খেতে খেতে তারা খাবারে দোষ খোঁজেন না।

তাই আপনার রান্না যতই বাজে হোক না কেন তা নিয়ে কখনো অভিযোগ করবে না বরং খেতে পারছে,

এটাই অনেক কিছু মনে করে আপনাকে ধন্যবাদ জানাবে তারা যে কোনো কাজে ৫ মিনিটে রেডি হয়ে আপনাকে নিয়ে বের হতে পারবে।

কারণ ভোর ৪ টায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামায পড়ে ফজরের নামাযের জন্য বসে থাকে।

মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা যৌতুক এর টাকার জন্য বউকে পিটিয়ে হসপিটালে পাঠায় না মদ গাজা ইয়াবা নেশা-গ্রস্থ কোনো কাজের সাথে জরিত হয়না।

মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা বেশীর ভাগ ইমাম,খতীব বা মুদাররিস হিসেবে কোরআন এর খেদমত করে জীবন কাটিয়ে দেয়।

বাচ্চা থেকে শুরু করে বউকে পর্যন্ত সবাইকে দ্বীনি শিক্ষা দিতে পারে তাই দুনিয়া ও আখিরাতে আপনি কামীয়াব।

তাদের উপার্জন কম হলেও আল্লাহর রহমত ও বরকতে তাদের কখনো অভাব বোধ হয়না তারা সর্বদা হালাল উপার্জন করার চেষ্টা করে।

এবং হারাম থেকে নিজেকে ও পরিবারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে তারা কখনো আপনার সাথে ঝগড়াটে লিপ্ত হবে না।

তারা জানেন ইন্না মা’আল উসরি ইউসরা’ নিশ্চই কষ্টের মাঝেই স্বস্তি রয়েছে তাই জীবনের কোন কষ্টকেই তারা কষ্ট বলে মনে করেন না।

বরং আল্লাহর পক্ষ থেকে রহমত ভেবে সবর করতে থাকেন (আর এমন একজন ব্যক্তি সারাজীবন আপনার পাশে থাকলে আপনার মাঝেও এই গুণগুলো চলে আসবে ইনশাআল্লাহ)

কোরআন হাদিস মুতালা’আ/গবেষনা করতে করতে তারা ভুলেই যায় যে তাদের কেউ ভালোবাসতে পারে তাই আপনার সামান্য ভালোবাসার বিনিময়ে।

তারা আপনাকে অনেক বেশী ভালোবাসবে (দুনিয়াতেও আপনি সুখী হতে পারবেন ইনশা আল্লাহ এবং আখিরাতেও লাভবান হবেন ইনশাআল্লাহ!)

এখন সিদ্ধান্ত আপনার জীবনকে সুখী সুন্দর ও সত্যিকারের ভালোবাসা দিয়ে আল্লাহর রঙ্গে জীবন সাজাতে আপনার কি করা উচিত?

আড়ো পড়ুন 

কি কি কাজ করলে শিরক হয়?,বিবাহ ও দাম্পত্য জীবন,মুসলিম হয়েও যারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না,

About Mijanur Rahman Shaif

মাওঃ মিজানুর রহমান সাইফ সাহেব। একজন লেখক | সাংবাদিক | গবেষক তিনি দ্বীনের আলো মুসলিম উম্মাহর কল্যানে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মুসলিমবিডি টুয়েন্টি ফোর ডটকমকে মাধ্যম হিসেবে ব্যবহার করে যাচ্ছেন।

Check Also

বিয়ের আগে বোনেরা যে দোয়া করবেন

বিয়ের আগে বোনেরা যে দোয়া করবেন

মুসলিমবিডি২৪ডটকম বিয়ের আগে দুআ করবেন, আপনার স্বামীর মাঝে নিচের তিনটি গুণ যেন অবশ্যই থাকে। অন্যথায় …

Powered by

Hosted By ShareWebHost