(মুসলিমবিডি২৪ডটকম)

সাইয়্যেদুনা আবু বকর রা. এর যুগের ঘটনা
সাইয়্যেদুনা হযরত আবু বকর রা.স এর খেলাফতকালে এক লোক মারা গেল।লোকজন তার জানাযা দেওয়ার জন্য তৈরি হল,
ঠিক তখনই দেখতে পায় তার কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করছে।তার কাফন খুলা হলে দেখা গেল,একটি ভয়ঙ্কর বিশাক্ত সাপ কুন্ডলী পাকিয়া দংশন করছে।
লোকজন সাপটি মারতে উদ্যত হলে সাপ কালেমা পাঠ করে বলল
হে লোক সকল! তোমরা আমাকে কেন মারতে চাও? আমি এখানে আমার ইচ্ছায় আসিনি,আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেেন এবং কিয়ামত পর্যন্ত দংশন করার নির্দেশ দিয়েছেন।
উপস্থিত লোকজন জানতে চাইল,কি অপরাধ ছিল তার? যার জন্য এ ভয়াবহ শাস্তির সম্মুখীন সে?তখন সাপ আল্লাহর হুকুমে বলল, তিনটি অপরাধ ছিল তার।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

