Breaking News
Home / কিয়ামত / কিয়ামতের ক্ষুদ্রতম আলামতঃ আল্লাহর জ্ঞান ছেড়ে পার্থিব জ্ঞান অর্জনে মনোনিবেশ

কিয়ামতের ক্ষুদ্রতম আলামতঃ আল্লাহর জ্ঞান ছেড়ে পার্থিব জ্ঞান অর্জনে মনোনিবেশ

(মুসলিমবিডি২৪ডটকম)

কিয়ামতের আলামত

بسم الله الرحمن الرحيم

মুসলিম হিসাবে একজন ব্যক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলামী শিক্ষা অর্জন করা অতঃপর দ্বীন শিক্ষাদানে আত্মনিয়োগ করা।

নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন>”যারা মানুষকে কল্যাণ ( দ্বীনের জ্ঞান) শিক্ষা দেয়,

তাদের উপর আল্লাহ রাব্বুল আ-লামী-ন রহমত বর্ষণ করেন।

আসমানের ফেরেশতাকুল,গর্তের পিপিলিকা এবং সমুদ্রের মাছ পর্যন্ত তাদের মাগফিরাতের দোয়া করতে থাকে    (তিরমিজি 2685)

শেষ যামানায়  ইসলামী শিক্ষা অবহেলার পাত্রে পরিণত হবে।

সকলেই যুগোপযোগী আধুনিক জ্ঞানার্জনে ব্যস্ত থাকবে।যে কয়জন কোরআন,হাদিসের জ্ঞান অর্জন করবে,

তারাও আবার দুনিয়ার আশায়,টাকা কামানোর আশায়;বরং সমাজে সুনাম-সুখ্যাতি পাওয়ার আশায় করবে।

সুত্রঃ

نهاية العالم،মহা প্রলয়, End of the world,(79Page)

কিয়ামতের আলামত

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

পরস্পর হিংসা বিদ্বেষ কিয়ামতের লক্ষন

পরস্পর হিংসা বিদ্বেষ কিয়ামতের লক্ষন

(মুসলিমবিডি২৪ডটকম) দুঃখ,কষ্ট আর ফেৎনাসমূহ পর্যায়ক্রমে আসার কারণে আত্মীয়তার সম্পর্ক ধীরে ধীরে দূর্বল হয়ে যাবে। আত্মীয়তার …

Powered by

Hosted By ShareWebHost