(মুসলিম বিডি ২৪.কম)

بسم الله الرحمن الرحيم
নামাযে মোবাইল বন্ধ করার নিয়ম
যদি নামাযের মধ্যে মোবাইল বেজে উঠে তাহলে আমলে কালীলের মাধ্যমে (পকেটে রেখেই এক হাতে) মোবাইল বন্ধ করে দিবে।
এতে নামাযের কোনো ক্ষতি হবে না। মোবাইল বন্ধ করার জন্য নামায ভাঙ্গার কোনো প্রয়োজন নেই। আর যদি মোবাইল বন্ধ না করে।
এবং ধারাবাহিকভাবে বাজতেই থাকে তাহলে নামায তো হয়ে যাবে কিন্তু ধারাবাহিকভাবে ঘন্টা বাজার কারণে,
নিজের ও অন্যান্য নামাযিদের খুশু-খুযূ নষ্টের কারণ হয়ে দাঁড়াবে। যদি একবার বন্ধ করার পর দ্বিতীয় বার আবার বাজতে আরম্ভ করে।
তাহলে আমলে কালীলের দ্বারা দুই বার তিন বার বন্ধ করতে পারব, তবে যদি উক্ত তিন বার ধারাবাহিক হয় এবং তিন তাসবীহ বলার সমপরিমাণ হয়।
তাহলে এক বর্ণনা অনুযায়ী তা আমলে কাসীরের অন্তর্ভুক্ত হয়ে নামায নষ্ট হয়ে যাবে। সুতরাং এ বিষয়ে সতর্ক থাকা জরুরি।
বাকী শর্ত হলো আমলে কাসীর হতে পারবে না। -মাজমাউল আনহার ১/১২
সতর্কতা :
নামাযে মোবাইল ফোন বন্ধ করার সময় যদি দুই হাত ব্যবহৃত হয়, কিংবা মোবাইল হাতে নিয়ে স্কীনের দিকে তাকিয়ে দেখে।
তাহলে তা আমলে কাসীর বলে গণ্য হবে এবং নামায ভঙ্গ হয়ে যাবে। -বাইরের রায়েক ২/১১
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

