Breaking News
Home / নিউজ-সংবাদ / কার্ফিউর ভিতর হারামাইনে তারাবীর সিদ্ধান্ত

কার্ফিউর ভিতর হারামাইনে তারাবীর সিদ্ধান্ত

(মুসলিমবিডি২৪ডটকম)

কার্ফিউয়ের ভিতর হারামাইনে তারাবীহের সিদ্ধান্ত

بسم الله الرحمن الرحيم

আলহামদুলিল্লাহ,,
কার্ফিউর ভেতরে হারামাইনে রমজানের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন শায়েখ সুদাইস হাফিঃ

হরামাইন অফিসিয়াল পেইজ বলেছে করোনা প্রেক্ষাপটে বিগত কয়েক শতাব্দীর ইতিহাসে এই প্রথম

শায়েখ সুদাইস এমন ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। যা ইতিহাসে স্বাক্ষী হয়ে থাকবে।

গত রাতে বাংলাদেশ সময় রাত ১২টায় তিনি লাইভ কনফারেন্সে হারামাইনের প্রেসিডেন্ট হিসেবে ভাষণ দেন এবং নিম্মের সিদ্ধান্ত গুলো জানান>>>

★ শুধু মাত্র মক্কা-মদিনার দুই মসজীদে রমজানের তারাবীহ অনুষ্ঠিত হবে, তবে সেটা ২০ রাকাত থেকে কমিয়ে ১০ রাকাত করা হয়েছে।

★দুইজন ইমাম তারাবীহ পড়াবেন, প্রথম জন ৬ রাকাত, দ্বিতীয় জন ৪ রাকাত+১ রাকাত বিতির।

★বিতিরের কুনুতে দোয়া সংক্ষীপ্ত করে করা হবে।

★রমাদ্ধানে তারাবীহ বা ফরজ সালাত জনসাধারণের জন্য উন্মুক্ত নয়! বর্তমান সিষ্টেমেই তা সীমিত আকারে অনুষ্ঠিত হবে।

★হারামাইনে এবার ই’তিক্বাফ বাতিল করা হয়েছে।পাবলিক ইতিক্বাফ হবে না।

★রমাদ্বানে দুই মসজীদে ইফতার পরিসেবা বাতিল করা হয়েছে।

মক্কা মদিনায় ইফতার বিতরনের যে প্রতিযোগীতা ছিলো তা এবার দেখা যাবে না।

★তারাবীতে যারা নেতৃত্য দিবেন সেই সম্মানিত ইমমাদের তালিকা ওয়েবসাইটে ঘোষনা করা হবে।

★২৯ রমাদ্ধানে পবিত্র দুই হারামে কুরআন খতম করা হবে।

★হারামাইনে নিরাপত্তার জন্য তাপ পরিমাপক ক্যামেরা বসানো হবে।

যা অসুস্থ মানুষকে সহজেই চিহ্নিত করবে।
ইত্যাদী আরো কিছু দিক নির্দেশনা তিনি তার ভাষনে প্রদান করেন।

এমন পরিস্থিতিতে শায়েখ সুদাইসের এরকম যুগউপযোগী সিদ্ধান্ত একটু হলেও হৃদয়ে প্রশান্তি দিচ্ছে,

যে সিমিত আকারে হলেও অন্তত পবিত্র দুই মসজীদে রমাদ্ধানের পরিবেশ কিছুটা হলেও থাকবে।

তারাবীহর ইমামদের জান্নাতী সুরের তেলাওয়াত শুনা ও দেখা থেকে বঞ্চিত হবো না আমরা।

সেই সাথে এটাও উল্লেখ্য যে,,
শায়েখ সুদাইস এমন সিদ্ধান্তের মাধ্যমে হারামইন শরিফাইন পরিচালনায়

তার অনন্য চিন্তা ও সূক্ষ্ম জ্ঞানের আরো একবার বিচ্ছরণ ঘটালেন।

বর্তমান পৃথিবীতে তিনি কতোটা অনন্য চিন্তার একজন শ্রেষ্ঠ স্কলার তা আরো একবার বিশ্ববাসী দেখলো।

তারাবীর রাকাত নির্ধারণই তার উজ্জল দৃৃষ্টান্ত।

আমাদের দেশের সম্মানিত ওলামা-শায়েখেরা কি এখনো তারাবীর রাকাত নিয়ে ঝগড়া করবেন???

শায়েখ সুদাইস কিন্তু রাকাত সংখ্যা ৮ বা ২০ কোনটাতেই রাখেন নি।

এটাই হলো জ্ঞানের সূক্ষ্মতা বা হিকমাহ যা আপনারা ক’জন অবলোকন করতে পেরেছেন আল্লাহ মা’লুম।

মহান রব রমজানের বরকতে পবিত্র দুই মসজিদের সাথে সাথে গোটা বিশ্বের সকল মসজিদের দরজা গুলো

উম্মাহ’র জন্য খুলে দিন। আমাদের তওবা তিনি কবুল করুন। এই আযাবকে দয়া করে সরিয়ে দিন।

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

গুগল এডসেন্স থেকে ইনকাম সোর্স

গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করবেন: Google adsense কি বা এর কাজ কি এই দুটো …

Powered by

Hosted By ShareWebHost