(মুসলিমবিডি২৪ ডটকম) নিজস্ব প্রতিবেদন:
আলহামদুলিল্লাহ! আমি শুনে অনেক খুশী হলাম, যা ছিল আমার মনের অনেক দিনের বাসনা।
আমার প্রিয় উস্তাদ উস্তাদুল হুফফাজ, হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জামেয়া উমরপুর বাজার (টাইটেল) মাদ্রাসার হিফজ বিভাগের সফল উস্তাদ,
হা: ক্বারী গোলাম কিবরিয়া সাহেব (দা: বা: আ:) কে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে
বর্তমানে হুজুরকে চট্টগ্রাম একটি বিভাগীয় হিফজ শিক্ষক প্রশিক্ষণ শাখার কেন্দ্রে প্রশিক্ষণ প্রদানের জন্য প্রশিক্ষক (মাশশাক) হিসাবে পাঠানো হয়েছে।
আমার নিজের চোখে দেখা হুজুর এই হুফফাজের জন্য কত মেহনত চেষ্টা করেছেন এখনো করে যাচ্ছেন আমি বলব বিনা স্বার্থে।
কারণ, এই হুফফাজের কার্যকম কিভাবে প্রতিটি গঞ্জে গঞ্জে পৌছতে পারে।
আমার পক্ষ থেকে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন।
এই কোরআনের পাখি ও যোগ্য ইলমুল ক্বেরাতের (মাশশাক) কে হুফফাজুল কোরানের কেন্দ্রীয় প্রশিক্ষক (মাশশাক) হিসাবে
চট্টগ্রাম একটি বিভাগীয় হিফজ শিক্ষক প্রশিক্ষণ শাখার কেন্দ্রে প্রশিক্ষণ (মশক) প্রদানের জন্য পাঠানোর জন্য।
আল্লাহ তায়ালা এই হুফফাজুল কোরআন ফাউন্ডেশন কে কবুল করুক এবং হা: ক্বারী গোলাম কিবরিয়া (দা: বা: আ:) কে কোরআনের খেদমতের জন্য কবুল করুক আমীন।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

