Breaking News
Home / আল হাদীস / এক নজরে অর্থ ও ব্যখ্যাসহ পনের হাদীস

এক নজরে অর্থ ও ব্যখ্যাসহ পনের হাদীস

(মুসলিমবিডি২৪ডটকম)

হাদিস পড়ি জীবন গড়ি

 

সমস্ত হাদীসই অত্যন্ত বিশুদ্ধ ও বর্ণনা সূত্রের দিক হতে অত্যন্ত সবল। বুখারী ও মুসলিম শরীফের রেওয়ায়েত।

যেহেতু আজকাল সাধারণভাবে  সকল মুসলমানের নৈতিক আশঙ্নক হারে ধ্বংসের দিকে নেমে যাচ্ছে,

অন্যদিকে শৈশবে চরিত্র গঠনমূলক শিক্ষা দিলে মানব ে অত্যন্ত প্রভাব ফেলে,তাই অধিকাংশ এমন হাদীস আনা হয়েছে,

যেগুলো উন্নত চরিত্র এবং কৃষ্টি ও সভ্যতার উত্তম মুলনীতি হিসেবে প্রমাণিত ও স্বীকৃত।

এক নম্বর হাদীসঃ

(انما الاعمال بالنيات (بخاري و مسiلم

অর্থঃ নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল।

তাশরীহঃ

অর্থাৎ নিয়ত ভালো হলে কাজ ভালো ,আর নিয়ত খারাপ হলে কাজটিও খারাপ হবে।

দুই নম্বর হাদীসঃ

 حق المسلم علي المسلم خمس- (١)رد السلام(٢)وعيادة المريض(٣)و اتباع الجنائز (٤)واجابة الدعوة (٥)وتشميت العاطس (بخاري و (مسلم

অর্থঃ এক মুসলমানের উপর অপর মুসলমানের পাঁচটি অধিকার রয়েছে।(১)সালামের জবাব দেওয়া।(২) রুগীর সেবা করা।

(৩) জানাযায় শরীক হওয়া।(৪) গ্রহণ করা।(৫) হাচির জবাব দেওয়া।

তৃতীয় হাদীসঃ

  لا يرحم الله من لا يرحم الناس

অর্থঃ আল্লাহ সেই ব্যক্তির উপর অনুগ্রহ করেন না,যে মানুষের উপর অনুগ্রহ করে না।

চতুর্থ হাদীসঃ

لا يدخل الجنة قتات(بخري و مسلم

অর্থঃ চোগল খোর বেহেশতে প্রবেশ করতে পারবে না।

চোগলখোর কাকে বলে

যে লোক একের দোষ অন্যের নিকট বলে বেড়ায়,এবং এভাবে দুজনের মাঝে র ক্ষতি ও সৃষ্টি করে,তাকে চোগল খোর বলে।

পঞ্চম হাদীসঃ

 لا يدخل الجنت قاطع

অর্থঃ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না

ষষ্ঠ হাদীসঃ

الظلم ظلمات يوم القيامة

অর্থঃ যুলুম -অত্যাচার কিয়ামতের দিন গাঢ় অন্ধকার রূপ ধারণ করবে।

সপ্তম হাদীসঃ

ما اسفل من الكعبين من الازار في النار

অর্থঃ গোড়ালির যে অংশটুকু লুঙ্গি বা পায়জামার নিচে থাকবে উহা দোযখে যাবে।

তাশরীহঃ

শরীরের এক অংশ দোযখে যাওয়া মানে পূরণ শরীরই দোযখে যাওয়া।অর্থাৎ এ অংশটুকু ঢেকে রাখার কারণে পূর্ণ শরীর দোযখে যেতে হবে।

অষ্টম হাদীসঃ

المسلم من سلم المسلمون من لسانه ويده

অর্থঃ ঐ লোক পরিপূর্ণ মুসলমান,যার হাত ও মুখ হতে অন্য মুসলমান নিরাপদ থাকে।

নবম হাদীসঃ

من يحرم الرفق يحرم الخير كله

অর্থঃ যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত, সে সব প্রকার কল্যাণ থেকে বঞ্চিত।

দশম হাদীসঃ

ليس الشديد بالصرعة- انما الشديد الذي يملك نفسه عند الغضب

অর্থঃ সে লোক বীর নয় ,যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়,বরং পকৃত বীর সেই, যে রাগের সময় নিজেকে সামলাতে পারে।

এগারোতম হাদীসঃ

اذا لم تستحيى فاصنع ما شئت

অর্থঃ যখন তোমার লজ্জা শেষ হয়ে যায়,তখন তুমি যা ইচ্ছে তাই করতে পারো।

তাশরীহঃ

অর্থাৎ তোমার লজ্জার কারণে যে সব মন্দ কাজ থেকে বিরত ছিলে, লজ্জা চলে গেলে সেগুলো করতে শুরু করবে।

বারোতম হাদীসঃ

احب الاعمال الي الله ادومها و ان قلَّ

অর্থঃ আল্লাহর নিকট সেই ই অধিক পছন্দনীয়,যা নিয়মিত করা হয়,যদিও তা অল্প হয়।

তেরোতম হাদীসঃ

لا تدخل الملائكة بيتا فيه كلب او تصاوير

অর্থ়ঃ যে ঘরে কুকুর অথবা জীব -জন্তুর ছবি থাকে, সে ঘরে প্রবেশ করেন না।

চৌদ্দতম হাদীসঃ

ان من احبكم اليَّ احسنكم خُلُقًا

অর্থঃ তোমাদের মধ্যে আমার নিকট সেই বেশী প্রিয়,যে বেশী চরিত্রবান।

পনেরতম হাদীসঃ

الدنيا سجن المؤمن و جنة الكافر

 অর্থঃ দুনিয়া মুমিনদের জন্য স্বরূপ।আর কাফেরদের জন্য বেহেশত।

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

সুরা ওয়াকিয়ার ফজিলত

সুরা ওয়াকিয়ার ফজিলত

(মুসলিমবিডি২৪ডটকম) সুরা ওয়াকিয়ার ফজিলত হযরত ইবনে মাসউদ রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, …

Powered by

Hosted By ShareWebHost