(মুসলিমবিডি২৪ ডটকম)
বিদআত এর শাব্দিক অর্থ পূর্বের উপমা ছাড়া নতুন ভাবে কোন বস্তু আবিস্কার করা।
শরিয়তের দৃষ্টিতে বিদআতের বিভিন্ন ধরনের সঙ্গা করা হয়েছে। সবচেয়ে উত্তম সংঙা হলো।এমন কোন নতুন কাজ আবিষ্কার করা
(১)যার উপমা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম,সাহাবায়ে কেরাম,ও তাবেয়ীদের যুগে প্রকাশ্যভাবে ও ছিল না।
আবার ইঙ্গিতাকারেও ছিলো না,এবং তাদের কারো থেকে উদ্ভাবিত ওহয় নাই।
(২) এটাকে সাওয়াবের কাজ মনে করা।
(৩)সাহাবায়ে কেরামগন তাদের দরকার হওয়ার পর ও তারা করেন নাই। বিদআতের সংঙায় এই শর্তগুলো একান্ত প্রযোজ্য
(ফাওয়াইদে কুয়ুদ)
প্রথম শর্তের মাধ্যমে এমন বিষয় বের হয়ে যাবে,যেগুলোর উপমা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ও সাহাবায়ে কেরাম,তাবেয়ীদের যুগে ছিল,কিংবা এটা তাদের থেকে উদ্ভাবিত হয়েছে।
যেমনঃ ইলমে নাহু,সরফ বালাগাত,কালাম শাস্ত্র ইত্যাদি।
২য় শর্তের মাধ্যমে ঐসব বিষয় বের হয়ে যাবে যে গুলো সওয়াব মনে করে করা হয় না। যেমনঃ মোবাইল ফোন,যানবাহন,আধুনিক যন্ত্র ইত্যাদি।
৩য় শর্তের মাধ্যমে ঐ সব বিষয় বের হয়ে যাবে,যেগুলোর দরকার সাহাবায়ে কেরাম এর হয় নাই,এজন্য তারা করেন নাই।
পরবর্তী সময়ে প্রয়োজন হয়েছে তাই তারা করেছেন। যেমনঃ বিশেষ ব্যবস্থায় মাদ্রাসা প্রতিষ্ঠিা করা। ইত্যাদি।

MuslimBD24.Com Islamic blog site Bangladesh


