হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা:) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা:) বলেছেন, মুসলমান পরস্পরের ভাই।
সুতরাং সে তার উপরে কোন প্রকার জুলুমও করতে পারে না এবং তাকে অসহায় অবস্থায়ও ফেলতে পারেনা।
আর যে তার মুসলমান ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তার অভাব পূরণ করবেন। অনুরূপভাবে যে, কোন মুসলমানের দু:খ দূর করে দিবে,
আল্লাহ কিয়ামতের দিন তার দু:খ দূর করে দিবেন। আর যে ব্যক্তি কোন মুসলমানের ত্রুটি গোপন করে রাখবে,
আল্লাহ হাশরের দিন তার ত্রুটিও গোপন করে রাখবেন।
(বুখারী, মুসলিম)
হযরত আনাস (রা:) হতে বর্ণিত, রাসূল (সা:) বলেছেন, তোমার মুসলমান ভাই জালেম হোক, কিংবা মজলুম হোক, তাকে সাহায্য করবে।
একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, মজলুমকে তো আমি সাহায্য করতে পারি, কিন্তু জালেমকে আমি কি করে সাহায্য করব?
হুজুর (সা:) বললেন, তুমি তাকে জুলুম হতে বিরত রাখবে, এটাই হবে তোমার জন্য তাকে সাহায্য করা।(অর্থাৎ একজন মুসলমানকে যখন জুলুম হতে বিরত রাখা হয়, তখন তাকে একটি ভয়ংকর পাপ কার্য হতে ফিরানো হয়।
যে পাপ কার্যটি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করত। আর এটাই হবে তাকে সাহায্য করা।
(বুখারী, মুসলিম)
হযরত আনাস (রা:) হতে বর্ণিত, রাসূল (সা:) বলেছেন, যে মহা-মহীয়ান আল্লাহর হাতে আমার জান, আমি তার শপথ করে বলছি,
কোন লোকই প্রকৃত মুমিন হতে পারবে না, যে পর্যন্ত না সে নিজের জন্য যা পছন্দ করে, তা তার অন্য ভাইয়ের জন্য পছন্দ করবে।
(বুখারী, মুসলিম)
হযরত আবু আইয়ুব আনসারী (রা:) হতে বর্ণিত, রাসূল (সা:) বলেছেন, কারও পক্ষে তার (মুসলমান) ভাইয়ের সহিত তিন দিন ও রাত্রি সম্পর্ক ছিন্ন করে রাখা বৈধ হবে না।
এমনভাবে যে পরস্পর পরস্পর হতে মুখ ফিরিয়ে নিবে। হ্যা তাদের এ নীরবতা প্রথমে যে সালাম দিয়ে ভঙ্গ করবে সেই উত্তম।
(বুখারী, মুসলিম)
উপরোক্ত হাদীসের ব্যাখ্যা নিম্নে করা হয়েছে
যদি কোন কারণে দুজন মুসলমানের মধ্যে মনোমালিন্য ঘটে, আর তার ফলে তাদের সম্পর্ক তিক্ত হয়ে কথাবার্তা বন্ধ হয়ে যায়,
তাহলে তাদের এ অবস্থাটা তিন দিনের বেশী বজায় থাকাটা ইসলামের দৃষ্টিতে দোষণীয়। তিন দিনের মধ্যেই তাদের মনোমালিন্য মিটিয়ে ফেলা উচিত।
আর এ ব্যাপারে উভয়ের মধ্যে যে ব্যাক্তি প্রথম তার রাগ প্রশমিত করে অন্য ভাইয়ের প্রতি মিলনের হাত প্রসারিত করবে।
তাকেই হুজুর (সা:( উত্তম ব্যক্তি বলে আখ্যায়িত করেছেন।
পোস্টি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন কোন কিছু জানার থাকলে কমেন্ট করবেন।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh


