মাখরাজের বিস্তারিত আলোচনা।
প্রশ্ন:- মাখরাজ কাহাকে বলে ?
উত্তর :- হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে।
প্রশ্ন:- মাখরাজ মোট কয়টি ও কি কি ?
উত্তর:- মাখরাজ মোট ১৭ টি। যথা:-
১নং মাখরাজ: হলক্বের শুরু হইতে
ء ه
অর্থাৎ (গোল হা) উচ্চরিত হয়।
২নং মাখরাজ: হলক্বের মধ্যভাগ হইতে
ع ح
উচ্চারিত হয়।
৩নং মাখরাজ: হলক্বের শেষ হইতে
غ خ
উচ্চারিত হয়।
৪নং মাখরাজ: জিহবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া (দুই নুক্তা ওয়ালা)
ق
উচ্চারিত হয়।
৫ নং মাখরাজ: জিহবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটু আগে বাড়িয়া (মধ্যভাগ পেছানো)
ك
উচ্চারিত হয়।
৬নং মাখরাজ: জিহবার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া
ج ش ى
উচ্চারিত হয়।
৭নং মাখরাজ: জিহবার গোড়ার কিনারা উপরের দাতের মাড়ির গোড়ার সঙ্গে লাগাইয়া
ض
উচ্চারিত হয়।
৮নং মাখরাজ: জিহবার আগার কিনার সামনের উপরের দাতের মাড়ির সঙ্গে লাগাইয়া
ل
উচ্চারিত হয়।
৯নং মাখরাজ: জিহবার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া
ن
উচ্চারিত হয়।
১০ নং মাখরাজ: জিহবার আগার পিঠ, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া –
ر
উচ্চারিত হয়।
১১ নং মাখরাজ: জিহবার আগা, সামনের উপরের দুই দাতের গোড়ার সঙ্গে লাগাইয়া
ط د ت
উচ্চারিত হয়।
১২ নং মাখরাজ: জিহবার আগা, সামনের নিচের দুই দাতের পেঠ ও আগার সঙ্গে লাগাইয়া
ص س ز
উচ্চারিত হয়।
১৩ নং মাখরাজ: জিহবার আগা, সামনের উপরের দুই দাতের আগার সঙ্গে লাগাইয়া
ظ ذ ث
উচ্চারিত হয়।
১৪ নং মাখরাজ: নীচের ঠোঁটের পেঠ, সামনের উপরের দুই দাতের আগার সঙ্গে লাগাইয়া
ف
উচ্চারিত হয়।
১৫ নং মাখরাজ: দুই ঠোট হইতে
ب م و
উচ্চারিত হয়।
বা উভয় ঠোটের ভিজা স্থান থেকে, মীম উভয় ঠোটের শুকনা স্থান থেকে এবং ওয়াও দুই ঠোট গোল হয়ে মধ্যখানে সামান্য ছিদ্র থাকবে।
১৬ নং মাখরাজ: মুখের খালি জায়গা হইতে মদের হরফ
و ا ي
উচ্চারিত হয়।
১৭নং মাখরাজ : নাকের বাশি হইতে
গুন্না
যথা: انّ ثمّ, উচ্চারিত হয়।
তালিমুল হুফফাজ ১-২