
মুসলিমবিডি২৪ডটকম
বাহরাইনের জনপ্রিয় ভারতীয় রেষ্টুরেন্টে হিজাব পরে প্রবেশ করার সময় এক নারী বাধাগ্রস্ত হওয়ায় রেষ্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে ।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম « গালফ নিউজ »।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয় রেষ্টুরেন্ট টি বাহরাইনের রাজধানীর মানামার পর্যটন এলাকা আদলিয়ায় অবস্থিত।
রেষ্টুরেন্টটির নাম দ্য ল্যান্টার্নস
বাহরাইনের পর্যটন ও প্রদর্শন কর্তৃপক্ষ বলেন ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখাযায় রেষ্টুরেন্টে প্রবেশে এক নারীকে বাধা দেওয়া হচ্ছে।
ভিডিওতে এক নারীকে বলতে দেখা যায়, তিনি তার এক বান্ধবীকে সাথে নিয়ে রেষ্টুরেন্টে গিয়েছিলেন,কিন্তু হিজাব পরার কারণে তার বান্ধবীকে প্রবেশে বাধা দেওয়ায় তিনি অবাক হয়েছেন।
একটি বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় আমরা এমন সব কাজ প্রত্যাখ্যান করি যা মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করে।
অন্য এক বিবৃতিতে আলোচিত ঘটনায় ভুলের জন্য ক্ষমা চাইছে ভারতীয় রেষ্টুরেন্ট ল্যানটার্নস।
আরেকটি বিবৃতিতে বলা হয় একজন ম্যানেজার ভুল করার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সুত্র গালফ নিউজ।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

