(মুসলিমবিডি২৪ডটকম) 
নিয়মনীতি মেনে সুষ্ঠু ও সঠিক পদ্ধতিতে ধর্মীয় সকল কার্যক্রম ইনশাআল্লাহ চালু থাকবে।মাওলানা উবায়দুর রহমান খান নদভী
মসজিদ মাদরাসা মক্তব হিফযখানা মহিলা মাদরাসায় স্বাস্থ্যবিধি মেনে ইবাদত বন্দেগি,
দোয়া মুনাজাত ও কোরআন শিক্ষা চালু থাকবে। ওমিক্রন বা এর লক্ষণ দেখা দিলে,
যে কোনো মুসল্লি জামাতে না এসে ঘরে নামাজ পড়তে পারেন। সাধারণভাবে মসজিদে নামাজ জামাত চলবে।
কোনো ছাত্র ছাত্রী অসুস্থ হলে আইসোলেশনে থাকবে। প্রয়োজনে হাসপাতালে অথবা বাড়িতে রেখে চিকিৎসা নিতে হবে।
ধর্মীয় মজলিস বা কর্মসূচিতে ১০০ জন করে আলাদা হালক্বা তৈরি করে যোগ দেওয়া যাবে।
স্বাস্থ্যবিধি না মেনে উন্মুক্ত গণজমায়েত নিষিদ্ধ তবে সীমিত আকারে ঘরোয়া মাহফিল করা যাবে।
শারীরিক দূরত্ব বজায় এবং মাস্ক ব্যবহার আবশ্যিক
জনগণের সাহায্যে পরিচালিত মাদরাসা ও আবাসিক হিফযখানা বন্ধের কোনো নির্দেশনা আসবে না।
তবে অবাধে বাইরে গমনাগমন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন না করার শর্তে বুদ্ধি বিবেচনা করে দীনি অঙ্গনে প্রাপ্ত সুবিধাগুলো বজায় রাখতে হবে।
যে সব প্রতিষ্ঠান বন্ধ সেসবের শিক্ষার্থীদের মাঝে দীনি শিক্ষা বিস্তার নিয়ে আমাদের চিন্তা করা খুবই দরকার।
অহেতুক পুলিশ বা প্রশাসনকে এমন কোনো প্রশ্ন করা উচিত হবে না, যার উত্তর আমাদের জন্য সুখকর নাও হতে পারে।
যতক্ষণ না আমাদের মুরব্বিরা কোনো নির্দেশনা পাঠাবেন। কোরআন করীমে আল্লাহ বলেন,
এমন কোনো বিষয়ে তোমরা প্রশ্ন জিজ্ঞেস করো না, যা স্পষ্ট করা হলে তোমাদের মন খারাপ হবে।
অতএব, যতক্ষণ সুযোগ থাকে মনপ্রাণ দিয়ে দীনের কাজে লেগে থাকতে হবে।
দীনি শিক্ষা প্রতিষ্ঠানে করোনামুক্তি এবং দেশ ও জাতির কল্যাণের দোয়া জারি রাখতে হবে। আল্লাহ আমাদের তাওফীক দিন।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

