(মুসলিমবিডি২৪ডটকম) 
মহিলাদের মিসওয়াক করা সুন্নত
প্রশ্নঃ মহিলারা পাঁচ ওয়াক্ত মিসওয়াক করবে কি না?
উত্তরঃ মহিলাদের বেলায়ও পাঁচ ওয়াক্ত মিসওয়াক করা সুন্নাত।
তবে তাদের দাঁতের মাড়ি অপেক্ষাকৃত দুর্বল বিধায় নিয়মিত মিসওয়াক না করে তার স্থলে সুন্নতের নিয়তে ইলক ব্যবহার করলেও সুন্নত আদায় হবে।
তবে এর দ্বারা শুধু মহিলাদের বেলায়ই মিসওয়াকের সুন্নত আদায় হবে। পুরুষদের বেলায় আদায় হবে না।
উল্লেখ্য যে, ওযুর পূর্বে ইলক ব্যবহার করতে হবে এ ধরনের কোন শর্ত নেই।
( রদ্দুল মুহতার, ১ম খন্ড ১৫৫ নং পৃষ্ঠা। ইমদাদুল ফাতাওয়া ১ম খন্ড ৫ নং পৃষ্ঠা)
আরো পড়ুন 👇👇
এক মহিলার ডিম্বাণু অন্য মহিলার জরায়ুতে মেশিনের সাহায্যে প্রবেশ করানো কি শরিয়ত সম্মত, ঔষধ খেয়ে হায়েয ও নেফাস বন্ধ করার বিধান, জন্মনিয়ন্ত্রণের শরয়ী হুকুম
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

