Breaking News
Home / বিশ্লেষণ ও গবেষণামূলক / প্রকৃত পীরের পরিচয়

প্রকৃত পীরের পরিচয়

(মুসলিমবিডি২৪ডটকম) প্রকৃত পীরের পরিচয়

কে প্রকৃত পীর

প্রশ্ন হলো, কে সত্যিকার অন্তর্দর্শী শায়খ ও মুর্শিদ এবং ইছলাহ ও তাযকিয়ার যোগ্য চিকিৎসক,

আর কে ভন্ড, দুনিয়াদার এবং মুরিদ বেশি প্রতারক তা বোঝার উপায় কি?

উত্তর এই যে, নবুওয়তের যামানার সঙ্গে দূরত্ব যতই বৃদ্ধি পাবে ততোই প্রকৃত আল্লাহ ওয়ালার সংখ্যা কমতে থাকবে,

এটা যেমন সত্য তেমনি এটাও সত্য যে, কিয়ামত পর্যন্ত তারা অবশ্যই থাকবেন এবং তাদের সন্ধান পাওয়া প্রকৃত সন্ধানকারীর জন্য কঠিন নয়।

দুনিয়ার চিকিৎসকদের ক্ষেত্রেও যোগ্য অযোগ্য এবং সৎ-অসৎ রয়েছে, তারপরও মানুষ রোগ-ব্যাধির চিকিৎসা বর্জন করে না,

বরং যে কোনো উপায়ে সুযোগ্য চিকিৎসকের সন্ধান করে, তদ্রুপ রুহানি চিকিৎসার ক্ষেত্রেও সুযোগ্য চিকিৎসকের সন্ধান করতে হবে।

প্রকৃত পীরের আলামত

উলামায়ে উম্মত খাঁটি আল্লাহ ওয়ালার আলামত সুস্পষ্টরূপে বয়ান করে দিয়েছেন, যাতে সহজে তাদের পরিচয় জানা যায়।

তারা বলেছেন, খাঁটি আল্লাহ ওয়ালার সবচেয়ে বড় পরিচয় এই যে, তিনি শরীয়তের পুর্ণ অনুসারী এবং সুন্নতে নববীর পুর্ণ পাবন্দ হবেন,

আর তার অবস্থা এই হবে যে, তাঁর ছোহবত ও সান্নিধ্যে দুনিয়ার প্রতি মোহ ও আসক্তি দূর হয় এবং আল্লাহর ভয় ও ভালোবাসা অন্তরে জাগ্রত হয়,

আর আখেরাতের আগ্রহ ও তামান্না পয়দা হয়।

আরো পড়ুন 👇👇

শায়খ পীর ও মুর্শিদের তারবিয়াত ও ছোহবত এর প্রয়োজনীয়তা, ভন্ডপীরদের ভ্রান্ত আকিদা-বিশ্বাস

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

টেলিগ্রাম থেকে ইনকাম বৈদ না অবৈধ

টেলিগ্রামের মাধ্যমে ইনকাম কি বৈধ ?

মুসলিমবিডি২৪ডটকম  টেলিগ্রামের মাধ্যমে ইনকাম কি বৈধ? টেলিগ্রামে ‘‘ইনকাম’’ করার অনেকগুলো চ্যানেলের একটি হলো Hamster Kombat। …

Powered by

Hosted By ShareWebHost