Breaking News
Home / পীর ও মুর্শিদ / শায়খ পীর ও মুর্শিদের তারবিয়াত ও ছোহবত এর প্রয়োজনীয়তা

শায়খ পীর ও মুর্শিদের তারবিয়াত ও ছোহবত এর প্রয়োজনীয়তা

() শায়খ পীর ও মুর্শিদের তারবিয়াত ও ছোহবত এর প্রয়োজনীয়তা

পীর ও মুর্শিদের ছোহবত এর প্রয়োজনীয়তা

দের দেহের যেমন রোখ-ব্যাধি রয়েছে, তেমনি অন্তর তথা কলবের ও রয়েছে বিভিন্ন রোগব্যাধি।

দেহের রোগ-ব্যাধি থেকে আরোগ্য করার জন্য আমরা বিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎকের শরণাপন্ন হই।

চিকিৎসক যে ঔষধ, পথ্য ও ব্যবস্থা দেন আমরা পূর্ণ যত্নের সঙ্গে তা মেনে চলি এবং সুস্থতা ও স্্থ্য লাভ করি।

দেহের রোগ-ব্যাধির জন্য যেমন চিকিৎসক রয়েছেন তেমনি কলব তথা হৃদয় ও আত্মার রোগ-ব্যাধির জন্য রয়েছেন সুবিজ্ঞ রূহানী চিকিৎসক বা শায়খ, পীর মুর্শিদ।

তিনি মানুষের কলব এবং হৃদয় ও আত্মাকে দীর্ঘ চিকিৎসার মাধ্যমে ব্যাধিমুক্ত করেন।

দীর্ঘ দীর্ঘ রিয়াযাত-মুজাহাদার মাধ্যমে তিনি মানুষের নফসের ইছলাহ ও করেন।

রোগ ও রোগীর অবস্থা অনুযায়ী শায়খ ও মুর্শিদ যাকে যেমন প্রয়োজনীয় আধ্যাত্মিক সাধনায় নিয়োজিত করেন,

যাতে কলবের তাযকিয়া হাসিল হয় এবং ইহসানের হালত পয়দা হয়। আমাদের প্রত্যেকেরই কর্তব্য অন্তর্দর্শী শায়খের সন্ধান করা

এবং নফসের ইছলাহ ও কলবের তাযকিয়ার জন্য তার ছোহবত ও তায়াত গ্রহণ করা।

কারণ নফসের ইছলাহ ও কলবের তাযকিয়া তথা ইহসানের মাকাম হাসিল করা ছাড়া নাজাত ও সফলতার আর কোনো পথ নেই। তাই কুরআনে ইরশাদ হয়েছে-

قد افلح من زكه‍ا، وقد خاب من دسه‍ا.

(অর্থ) সেই সফলকাম যে নিজের তাযকিয়ার ব্যবস্থা করেছে, আর সেই ব্যর্থ হবে যে নিজেকে কলুষিত করেছে।

আরো ইরশাদ হয়েছে-

قد افلح من تزكى، وذكر اسم ربه فصلى.

(অর্থ) অবশ্যই সফলকাম হবে যে তাযকিয়া ( ) অর্জন করে, এবং আপন প্রতিপালকের স্মরণ করে, আর নামাজ আদায় করে।

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Powered by

Hosted By ShareWebHost