(মুসলিমবিডি২৪ডটকম)

আমানত বলা হয় কেউ কোনো বস্তু বা কাজের দায়িত্ব আপনার উপর ভরসা ও আস্থা রেখে আপনাকে অর্পণ করা। পক্ষান্তরে আপনি
তার ভরসা ও আস্থা অনুযায়ি কাজটি সম্পন্ন না করলে তা হবে খেয়ানত। যে সব সরকারি রোডে আমরা চলি, যে সব বাস ট্রেনে
আমরা সফর করি এগুলোও আমাদের নিকট আমানত। অর্থাৎ এগুলোকে যদি নিয়মের সাথে সুষ্ঠভাবে বৈধ উপায়ে ব্যবহার করা হয়
তাহলে তা আমাদের জন্য জায়েয হবে। আর যদি এগুলো নিয়ম বহির্ভূত অবৈধ পদ্ধতিতে ব্যবহার করা হয় তাহলে খেয়ানত হবে, যা
অবশ্যই হারাম। যথা এগুলো ব্যবহারের সময় ময়লা ফেলা হলো বা অন্য কোনো ক্ষতি করা হলো। বর্তমানে তো মানুষ সরকারি
রোডকে নিজস্ব রোড মনে করে। কেউ রাস্তা খুঁড়ে নিজের বাড়ির ময়লা পানি যাওয়ার ড্রেন বানিয়ে নেয়।
কেউ রাস্তা বন্ধ করে শামিয়ানা টানিয়ে অনুষ্টান করে। অথচ ফেকাহগ্রন্থে উলামায়ে কেরাম মাসয়ালা লিখেছেন, কেউ যদি নিজ বাড়ির
ছাদের পানি নিষ্কাশনের পাইপের মাথা বাহিরের রাস্তায় লাগায় তাহলে সে যেহেতু তার মালিকানায় নয় এমন জায়গায় ব্যবহার করছে
তাই তার জন্য এরুপ করা জায়েয নয়। ভাবনার ব্যাপার হলো; এতে তেমন জায়গাও আটকায় না। তবুও নাজায়েয বলেছেন। কারণ,
এ জায়গা আমানত-নিজের মালিকানাধীন নয়।
আরও পড়ুন:-
কিয়ামতের ক্ষুদ্রতম আলামতঃ আমানত অন্তর থেকে উঠে যাওয়া
বাকী লেনদেনের পদ্ধতি
আরিফ বিল্লাহ ড. আব্দুল হাই রহ. এর নফসকে ধোঁকা দেওয়া
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

