Breaking News
Home / ইসলাম ধর্ম / কে প্রকৃত মুমিন

কে প্রকৃত মুমিন

(মুসলিমবিডি২৪ডটকম) প্রকৃত মুমিন কে

প্রকৃত মুমিনের পরিচয়

একটি মৌলিক বিষয় বুঝে নেয়া দরকার, মুমিন বান্দা এমন ব্যক্তিকে বলা হয়,

যে ব্যক্তি কালেমা পাঠের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কেনা-বেচা করেছে।

কেমন কেনা-বেচা? তা হলো, মুমিন বান্দা কালেমার মাধ্যমে আল্লাহ তাআলাকে বলছে, হে আল্লাহ! আমার জান-মাল সবকিছু কেবলই তোমাকে পাওয়ার বিনিময়ে তোমার হাতে বিক্রয় করে দিলাম।

আল্লাহ তাআলা ইরশাদ করেন,

إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة

আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান-মাল এই মূল্যে যে, তাদের জন্য রয়েছে জান্নাত।

বিনিময়ে বান্দা জান্নাত পাবে। জান্নাতে শুধু বাগান, হুর, এবং  প্রাসাদই থাকবে না, বরং জান্নাতে সবচেয়ে বড় যে নেয়ামত থাকবে তা হলো, বান্দা আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখতে পারবে।

যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সাক্ষাৎ লাভের আশায় নিজের জান-মাল আল্লাহর কাছে বিক্রয় করে দেয়, সে-ই মুমিন বান্দা।

সে সবসময় আল্লাহর হুকুমের সামনে নিজের মস্তক অবনত করে দেয়, বড় থেকে বড় বিষয় কুরবানী দেওয়ার ব্যাপারে কোনো কুণ্ঠাবোধ করে না।

রাসুল সাঃ এর শিক্ষা

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন যে,

তোমাদের যা কিছু আছে সবই আল্লাহ পাকের দেওয়া জিনিস, তাই যখনই সুযোগ আসবে আল্লাহর রাহে কুরবানী করতে দেরী করা যাবে না।

এটি একটি বুনিয়াদী শিক্ষা, যা রাসুল সাঃ সর্বস্তরের সাহাবায়ে কেরামকে দিক্ষা দিয়েছেন।

বড়-ছোট, যুবক-বৃদ্ধ, সুস্থ-অসুস্হ, নারী-পুরুষ প্রত্যেক মুমিনের অন্তরে এই জযবা ভরে দিয়েছেন।

আরো পড়ুন 👇👇

যার ভালবাসা ছাড়া মু’মিন হওয়া সম্ভব নয়, আফগান বিজয় মানে বিশ্ব মুসলমানদের বিজয়

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

আল্লাহভীরু আলেমদের নেতৃত্বে রাষ্ট্র: নিরাপত্তা, ন্যায় ও নৈতিকতার পথে উদাহরণ আফগানিস্তান

আল্লাহভীরু আলেমদের নেতৃত্বে রাষ্ট্র: নিরাপত্তা, ন্যায় ও নৈতিকতার পথে উদাহরণ আফগানিস্তান

ভূমিকা: যখন কোনো জাতির নেতৃত্ব পায় একদল আল্লাহভীরু, সৎ, দ্বীনদার আলেম—তখন রাষ্ট্র শুধু উন্নয়ন নয়, …

Powered by

Hosted By ShareWebHost