(মুসলিমবিডি২৪ডটকম)

সাজদায়ে সাহু
লিখেছেন: উম্মে আমাতুল্লাহ
নামাজের ওয়াজিব গুলোর মধ্যে কোন একটি ভুলে গেলে সাজদায়ে সাহু ওয়াজিব হয়।
সাজদায়ে সাহু করতেও ভুলে গেলে নামাজ আবার পড়া ওয়াজিব।
এমনিভাবে কোন ফরজ ছুটে গেলে বা
ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলেও নামাজ আবার পড়তে হবে। সাজদায়ে সাহু দিলে চলবে না।
সাজদা করার নিয়ম হলো: শেষ রাকাতে তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরাবে। তারপর নিয়মমতো দুটি সাজদা করবে। আবার তাশাহুদ,দরুদ শরীফ,
দোয়ায়ে মাসুরা পড়ে উভয় দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে।
(সুত্র: ফিকহুন নিসা ১৩৭ )
আরো পড়ুন
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

