Breaking News
Home / শিক্ষনীয় গল্প / একটি শিক্ষণীয় গল্প

একটি শিক্ষণীয় গল্প

(মুসলিমবিডি২৪ডটকম) একটি শিক্ষণীয় গল্প

একটি শিক্ষণীয় গল্প

তিন বন্ধু মিলে সিংগাপুর বেড়াতে গেলেন।তারা সেখানে একটি হোটেলে উঠলো এবং রুম পেল ৭৫ নং তালায়।

হোটেলের নিয়ম অনুযায়ী রাত ১২টার পর লিফট বন্দ থাকে! একদিন তারা ঘুরতে বের হল, কিন্তু তাদের ফিরতে দেরী হইয়া গেল।

হোটেলে এসে দেখে লিফট বন্ধ,,তারা খুবই চিন্তায় পরে গেলেন। কি করে ৭৫ তালায় তারা পায়ে হেটে উঠবে?

অত:পর সিদ্ধান্ত নিয়ে তারা উঠতে লাগলো। তাদের মধ্যে একজন একটা গল্প শুরু করল,তার গল্প শেষ হতে হতে ২৫ তালায় পৌছাতে সক্ষম হল।

এরপর আরেকজন গান আরম্ভ করল। দেখা গেল তার গান শুনতে শুনতে ৫০ তালায় তারা পৌছে গেছে!এবার কি করা যায়?

কারন তৃতীয় জন যে গান গল্প কিছুই পারে না তারপর সে তার জিবনের ঘটে যাওয়া দুঃখ কষ্টের কথা গুলা বলা শুরু করল।

এক সময় দেখা গেল তারা ৭৫ তালায় যেতে সক্ষম হইয়া গেছে। অত:পর যখনই দরজা খুলতে যাবে তখনই মনে পরল চাবি রয়েগেছে রিসেপশনে।

তবে এখন কি আর সম্ভব নিচে গিয়ে আবার চাবি নিয়ে আসা এমনিভাবে আমরা আমাদের জীবনের ৩টি ধাপ পাড়ি দিয়ে যখন কবরে পৌছাবো

আর জান্নাতের দরজা খুলতে গিয়ে দেখবো চাবি(নামাজ)তো দুনিয়া থেকে আনতে পারি নাই

তখন কি আর সম্ভব হবে পুনরায় দুনিয়াতে এসে চাবি নিয়ে যেতে?

তাই মেরে দোস্ত আওর বুজুর্গ যা করার এইখানেই করে যেতে হবে।

আল্লাহ আমাদের তাওফিক দান করুন।আমিন

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

একজন দরবেশের ঘটনা

একজন দরবেশের ঘটনা

(মুসলিমবিডি২৪ডটকম) এক দরবেশের ঘটনা এহইয়াউল উলুম গ্রন্থে লিখিত আছে যে, বনি ইসরাইলের মধ্যে একজন বিখ্যাত …

Powered by

Hosted By ShareWebHost