(মুসলিমবিডি২৪ডটকম)

কোরআন শরীফ দুনিয়ার সকল বস্তু অপেক্ষা মর্যাদায় শ্রেষ্ঠ।আমাদের একমাত্র প্রতিপালক,
যিনি আসমান,জমিন ও ইহকাল,পরকালের মালিক আল্লাহ সুবহানাহু তা’য়ালা।
যিনি সকল বাদশাহর বাদশাহ,আহকামুল হা-কিমি-ন। বাণী কোরআন শরীফ।
কোরআন শরীফ পাঠের সময় তার আদবের প্রতি লক্ষ্য রাখা জরুরি
নিম্নে কিছু আদব উল্লেখ করা হল।
♦ মেসওয়াক করে উত্তমরূপে ওযু করবে।তারপর নির্জন স্থানে একাগ্রতার সহিত,কেবলামুখী হয়ে বসবে।
♦এমন ভাবপূর্ণ স্বরে পাঠ করবে যেন আল্লাহ তাআলাকে শুনানো হচ্ছে।
♦প্রথমে কয়েকবার দুরূদ শরীফ পড়বে,তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পুরো পরিয়া তেলাওয়াত শুরু করবে।
♦মুখস্থ করার উদ্দেশ্যে না হলে সাধারণ বই-পুস্তকের ন্যায় তাড়াতাড়ি পড়বে না।হরফের উচ্ছারন(মাখরাজ,সিফাত) সঠিক ভাবে আদায় করবে।
♦ওয়াকফ সঠিক ভাবে আদায় করে সুন্দর স্বরে পড়িবে।কারণ মিষ্টি ও মধুর স্বরে কোরআন পাঠের জন্য হাদীসে তাকিদ করা হয়েছে।
♦অন্তরে কোরআন শরীফের আযমত(মহাত্ব,বড়ত্ব) ও মুহাব্বাত (ভালবাসা)নিয়ে পড়বে।সর্বদা এই চিন্তা করবে যে ইহা মহান আল্লাহর কালাম।
♦কোরআন শরীফ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পাঠ করবে।অন্যকে দেখানোর উদ্দেশ্যে পড়লে কোন সাওয়াব হবেনা।
♦অন্য ব্যক্তির কষ্ট,বা অসুবিধা হলে আস্তে আস্তে পড়বে,নচেৎ জোরে পড়া ভালো।
♦চেষ্টা করবে ক্রন্দনের স্বরে পড়ার, কোরআন শরীফ পাঠকালে ক্রন্দন করা মুস্তাহাব।এতে সাওয়াব পাওয়া যায়।
♦ রহমতের আয়াত আসলে আনন্দ অনুভব করবে।আযাবের আয়াত আসলে ভীত ও প্রকম্পিত হবে।আল্লাহর পবিত্রতা প্রকাশক আয়াত আসলে,সুবহানাল্লাহ পড়বে।
এই ক্যাটাগরিতে আরো পড়ুন 👇👇
কোরআন পাঠে দক্ষ ব্যক্তির মহত্ত্ব
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

