(মুসলিমবিডি২৪ডটকম)
দেশর কওমী মাদরাসারগুলোর সর্ববৃহৎ বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর আমেলার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে আল্লামা শাহ আহমদ শফী রহ. এর ইন্তেকালে শূন্য হয়ে যাওয়া ভারপ্রাপ্ত সভাপতির পদে মনোনীত হয়েছেন যাত্রাবাড়ী মাদরাসার মহাপরিচালক মাওলানা মাহমুদুল হাসান।
বেফাকের সদস্যদের গোপন ভোটে মাওলানা মাহমুদুল হাসান ৬৩ ভোট পেয়ে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হোন। এছাড়াও আল্লামা নূর হুসাইন কাসেমী ৫০ ভোট পেয়েছেন বলে জানা গেছে।
গঠনতন্ত্র অনুযায়ী বেফাকের সভাপতিই হবেন আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান।
মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের আমেলা বৈঠকে উপস্থিত ছিলেন, বেফাকের সহ-সভাপতি আল্লামা নুর হোসাইন কাসেমী,
আল্লামা সাজিদুর রহমান, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামীদ,
আল্লামা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহমুদুল হাসান, আল্লামা আতাউল্লাহ হাফিজ্জী, মাওলানা আব্দুল বারী ধর্মপুরী,
মাওলানা শায়খ জিয়াউদ্দীন, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করীম, মাওলানা আব্দুল হক,
ঢালকানগরের মাওলানা জাফর আহমদ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক,
মুফতি আহমদ আলী, মাওলানা আব্দুর রশীদ, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীপ্রমূখ।
সুত্রঃ ইনসাফ২৪ডটকম
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

