(মুসলিম বিডি ২৪.কম)

بسم الله الرحمن الرحيم
রিংটোন হিসেবে তেলাওয়াত আযান ও যিকির উচিত নয়
তেলাওয়াত, আযান ও যিকির ইত্যাদি সবই ইবাদত এবং সওয়াবের কাজ। প্রত্যেক ইবাদতের কাজের নিয়ম পদ্ধতি নির্ধারিত।
মনগড়া অর্থাৎ, নিজের খেয়াল খুশীমতো এই সব কাজ করলে তা ইবাদত হবে না এবং তাতে সওয়াব ও হবে না।
মোবাইল ফোনের রিংটোনে এসবের ব্যবহার অপব্যবহারের শামিল। মোবাইল ফোনে কল এলে কুরআন তেলাওয়াত হতে থাকলে,
ব্যস্ততার দরুন তেলাওয়াতের প্রতি অনেক ক্ষেত্রেই মনোযোগ দেয়া হয় না। অথচ তেলাওয়াতের আদব হলো মনোযোগ দিয়ে শুনা।
কল এলে যেহেতু রিসিভের জন্য ব্যস্ততা সৃষ্টি হয় এবং এটিই মূল উদ্দেশ্য, তাই আয়াতের মাঝখানে রিসিভ করার ফলে তার মাঝখানে কাটা পড়ে।
এবং শব্দ ও আয়াতের পূর্ণ উচ্চারণ হয় না । আর একারণে অর্থ বিকৃত হয়ে যায়। আবার মোবাইল নিয়ে টয়লেটে কিংবা বাথরুমে প্রবেশের,
পর কল এলে অফ অপবিত্র স্থানে আল্লাহ তা’আলার পবিত্র কালাম, যিকির বা আযানের ধ্বনি বেজে উঠে।
এতে করে পবিত্র কালামের বেহুরমতি হয়। কাজেই তেলাওয়াত, আযান যিকির, হামদ্ ও নাত ইত্যাদি মোবাইল রিংটোন হিসেবে ব্যবহার উচিত নয়।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

