Breaking News
Home / নামাজ / সালাতুত তাসবীহ কিভাবে পড়বেন

সালাতুত তাসবীহ কিভাবে পড়বেন

(মুসলিমবিডি২৪ডটকম)

সালাতুত তাসবীহ পড়ার নিয়ম

بسم الله الرحمن الرحيم

সালাত অর্থ নামাজ  অর্থাৎ তাসবীহের নামাজ তাসবীহ দ্বারা উদ্দেশ্য হল।

سبحان الله و الحمد لله و لا اله الا الله الله اكبر

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার আপন চাচা হযরত আব্বাস রাঃ কে বললেন চাচা আপনাকে

এমন একটি আমল বাতলে দেব না? যেটি পালন করলে জিবনের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যাবে?

তিনি বললেন অবশ্যই তা বলে দিন।তিনি বললেন চার রাকাত নামাজ সম্ভব হলে দৈনিক পড়বেন।

অথবা সপ্তাহে একবার না হয় মাসে একবার আর না হয় বৎসরে একবার অথবা জীবনে একবার হলেও পড়বেন।

নামাজ পড়ার নিয়ম

প্রথম রাকাতে সুরা ফাতিহা ও সাথে সুরা মিলানোর পর উপরোক্ত তাসবীহটি পনের বার পড়বেন।

তারপর রুকূতে গিয়ে রুকুর তাসবীহ  سبحان رب العظيم পড়ার পর ১০ বার পড়বেন।

রুকু হতে উঠার পর দাড়ানো অবস্থায় ১০ বার পড়বেন।

সিজদায় গিয়ে সিজদার তাসবীহ  سبحن رب الاعلي  পড়ার পর তাসবীহটি ১০ বার পড়বেন।

সিজদা হতে উঠে বসা (জলসা) অবস্থায় ১০বার পড়বেন।তারপর দিতীয় সিজদায় অনুরূপ পড়বেন।

সিজদা হতে উঠে দাড়ানোর পূর্বে বসা অবস্থায় ১০বার পড়বেন। এভাবে প্রত্যেক রাকাতে ৭৫ বার হবে।

দিতীয় রাকাতে তাশাহহুদ তথা আত্তাহিয়্যাতুর পূর্বে ১০ বার এভাবে চার রাকাতে ৩০০ বার হবে।

নকশা আকারে দেখে নিন পুরো নামাজ👇

সালাতুত তাসবীহ পড়ার নিয়ম

আল্লাহ আমাদের তাওফিক দান করুন আমীন।

আরো পড়ুন 👉নামাজ শুরু করার পর ভঙ্গ করা কখনো ওয়াজিব আবার কখনো জায়েজ,
তাহাজ্জুদ সহ বিভিন্ন নফল নামাজ জামাতের সাথে আদায়ের নিয়ম, উমরি ক্বাযা নামাজ পড়ার নিয়ম, মাসবুকের অবশিষ্ট নামাজ আদায়ের পদ্ধতি

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

জামাতের গুরুত্ব ও ফজিলত

জামাতের গুরুত্ব ও ফজিলত

(মুসলিমবিডি২৪ডটকম) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জামাতের সহিত নামাজ আদায় করা একাকী নামাজ পড়া …

Powered by

Hosted By ShareWebHost