(মুসলিমবিডি২৪ ডটকম)
নামাজ মহা মূল্যবান সম্পদ। প্রিয় পাঠকগণ! আপনারা জেনে রাখুন নিশ্চয় নামাজ মুমিনের জন্য অতিশয় মহা মূল্যবান সম্পদ।
যে নামাজকে শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং রাব্বুল আলামীন জিব্রাঈল (আ.) কে পাঠিয়ে কাবা গৃহের সামনে দুইদিনে ১০ ওয়াক্তের নামাজ আ’মলান শিক্ষা দিয়েছিলে।
সে নামাজ বর্তমান বিশ্বের সমস্ত সমস্যার সমাধান হয়। ঈমানের পর ইসলামের প্রথম স্তম্ভ হল নামাজ। নামাজ আল্লাহ তায়ালার শ্রেষ্ঠ ইবাদত।
কোরআন, হাদীস ও ইজমা দ্বারা নি:সন্দেহে প্রমাণিত। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর যুগে হতে এ যাবৎ বিশ্ব মুসলিম এ ব্যাপারে একমত।
যে নামাজ প্রত্যেক বালেগ নর নারীর উপর ফরজ।
নামাজের উপকারিতা
- নামাজ আল্লাহ তায়ালার সন্তুষ্টির কারণ
- মুখমণ্ডলের উজ্জলতা অন্তরের আলো
- দেহের আরাম ও সুস্থতার কারণ
- নামাজ কবরের সাথী
- নামাজীর জন্য সুপারিসকারী
- মুনকার নাকীরের প্রশ্নের উত্তর
- কেয়ামতের দিনের প্রচণ্ড তাপে ছায়া স্বরূপ
- অন্ধকারে আলো স্বরূপ
- জান্নাতের মূল বিষয়
- জাহান্নামের প্রতিবন্ধক
- নেক আমলের পাল্লা ভারী হওয়ার বস্তু
- ফেরেশতাদের প্রিয় বস্তু
- নবীগণের সুন্নত
- নামাজের মাধ্যমে ফাযারেফতের নূর ক্বলবে পয়দা হয়।
- নামাজ পড়ে দোআ করলে কবুল হয়
- রিজিকে বরকত হয়
- যে ব্যক্তি নামাজকে কায়েম করল সে যেন দ্বীনকে প্রতিষ্ঠা করল
- যে ব্যক্তি নামাজকে ত্যাগ করল সে দ্বীনকে ধ্বংস করল
- নামাজ মুমিনের মেরাজ
- সালাত হল সমস্ত বস্তুর সমস্যা সমাধানকারী
- নামাজ কায়েম করলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকে সহজে রোগব্যাধি আসেনা
আল্লাহ তায়ালা আমাদের সকলকে পাচ ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে জামাতের সহিত আদায় করার তাওফিক দান করুক,আমিন।
(সূত্র: মাজালিছে সিরাজী-২৯৮)
MuslimBD24.Com Islamic blog site Bangladesh


