Breaking News
Home / জরুরী মাসাইল / নবজাতকদের নাম কেমন হওয়া উচিৎ

নবজাতকদের নাম কেমন হওয়া উচিৎ

বাচ্চার জন্য সুন্দর নাম নির্বাচন করবে। হাদীস শরীফে বর্ণিত আছে,

সর্বোত্তম নাম হল, ঐ নাম যা আল্লাহর দাসত্ব প্রকাশ করে অর্থাৎ যে নামের সঙ্গে আব্দ শব্দ সংযুক্ত থাকে।

যেমন -আব্দুল্লাহ, আব্দুর রহমান ইত্যাদি অথবা মূল হরফ হামদ সম্বলিত নাম।

যেমন, মাহমুদ, হামেদ, আহমাদ, ইত্যাদি অথবা নবী রাসূলদের নাম যেমন, মুহাম্মদ, ইব্রাহীম, ইসমাইল ইত্যাদি।

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত,

যার তিনটি সন্তান জন্মলাভ করল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে তাদের কারো নাম রাখল না তাহলে নিশ্চই সে মুর্খতার পরিচয় দিল।

(অর্থাৎ এ নাম রাখার মধ্যে যে কি পরিমাণ সওয়াব ও বরকত আছে তা তার জানা নেই।)

হযরত আবু নাঈম রাযি. এর বর্ণনা, আল্লাহ তায়ালা ইরশাদ করেন,

আমার ইজ্জত ও জালালিয়াত (মহত্ব) -এর কসম, ঔ ব্যক্তিকে আমি জাহান্নামের শাস্তি দেব না!

যার নাম তোমার (তথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) নামের অনুরুপ হবে।

যেমন মুহাম্মদ, আহমাদ, মুহাম্মদ আলী ও আহমদ হাসান ইত্যাদি।

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

কাফন পরানো’র সঠিক নিয়ম

(Muslimbd24.com) পুরুষের জন্য তিনটি কাপড় দিয়ে কাফন দেওয়া সুন্নত ১. ইজার(তথা মাথা হইতে পা পর্যন্ত …

Powered by

Hosted By ShareWebHost