বাচ্চার জন্য সুন্দর নাম নির্বাচন করবে। হাদীস শরীফে বর্ণিত আছে,
সর্বোত্তম নাম হল, ঐ নাম যা আল্লাহর দাসত্ব প্রকাশ করে অর্থাৎ যে নামের সঙ্গে আব্দ শব্দ সংযুক্ত থাকে।
যেমন -আব্দুল্লাহ, আব্দুর রহমান ইত্যাদি অথবা মূল হরফ হামদ সম্বলিত নাম।
যেমন, মাহমুদ, হামেদ, আহমাদ, ইত্যাদি অথবা নবী রাসূলদের নাম যেমন, মুহাম্মদ, ইব্রাহীম, ইসমাইল ইত্যাদি।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত,
যার তিনটি সন্তান জন্মলাভ করল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে তাদের কারো নাম রাখল না তাহলে নিশ্চই সে মুর্খতার পরিচয় দিল।
(অর্থাৎ এ নাম রাখার মধ্যে যে কি পরিমাণ সওয়াব ও বরকত আছে তা তার জানা নেই।)
হযরত আবু নাঈম রাযি. এর বর্ণনা, আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
আমার ইজ্জত ও জালালিয়াত (মহত্ব) -এর কসম, ঔ ব্যক্তিকে আমি জাহান্নামের শাস্তি দেব না!
যার নাম তোমার (তথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) নামের অনুরুপ হবে।
যেমন মুহাম্মদ, আহমাদ, মুহাম্মদ আলী ও আহমদ হাসান ইত্যাদি।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

