Breaking News
Home / বিশ্লেষণ ও গবেষণামূলক / খুচরা ব্যবসার চেয়ে ই বানিজ্য করা ভালো

খুচরা ব্যবসার চেয়ে ই বানিজ্য করা ভালো

(মুসলিমবিডি২৪ডটকম) 

খুচরা ব্যবসার চেয়ে ই বানিজ্য করা ভালো

কীভাবে খুচরা ব্যবসায়ের চেয়ে ই-বাণিজ্য ব্যবসা ভাল?

 

এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো..

 

ই- বাণিজ্যের জন্যে সব থেকে সুবিধাজনক দিকটি হলো কোনো দোকানের আয়োজন করতে হয়না

এবং সরাসরি কলেকশনের দিকে বিশেষ নজর দিতে হয়না।

তাই এখনকার দিনে খুচরা ব্যাবসায়ের থেকে অনেকেই ই- বাণিজ্যের দিকে ঝুঁকছেন।

কম খরচে শুরু করার জন্যে এবং একটি মাত্র মোবাইলের সাহায্যেই বাণিজ্য শুরু করা যায়।

শুধুমাত্র কয়েকটি কৌশল অবলম্বন করে এবং সঠিক বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম থেকেই ব্যবসাতে লাভ করা সম্ভব।

নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে বিলাসিতা দ্রব্য,

ঘর সাজানোর একটা অতি সাধারণ জিনিস থেকে উৎসব মুখর দিনের সরঞ্জাম,

ইলেক্ট্রনিক্স আইটেম সবই এখন অনলাইন।

বর্তমানে মোবাইল আমরা কমবেশি সবাই দেখি।

ই- কমার্সএর সূত্রপাত সেখান থেকেই।

আর যেহুতু সবরকম জিনিসের ব্যাবসাই ইন্টারনেটের দ্বারা সম্ভব

আর খুব বেশি পরিশ্রম করার দরকার হয় না,

তাই একই জিনিসের অনেক রকম ভ্যারাইটিজ দেখার জন্যে

অনলাইন বিজনেস কে সকলেই পছন্দ করছেন।

এবং সেখানে নতুন সংযোজন অনলাইন ট্রানসাকশান এর ব্যবস্থা করা।

 

ইকমার্স বিপণনটিকে আপনার অনলাইন স্টোরের ধ্বজাধারী

অগ্রগামী হিসাবে প্রচারমূলক কৌশলের মতো ব্যবহার করে

তাকে অর্থপ্রদানকারী গ্রাহক হিসাবে রূপান্তরকরণ করতে পারেন।

এবং সেই গ্রাহকরা পোস্ট থেকে যাতে প্রোডাক্ট ক্রয় করতে পারে

ইকমার্স ব্যাবসায় সেটাই মূল উদ্দেশ্য।

এটি একটি দুর্দান্ত বিপণন কৌশল যা আপনাকে ব্র্যান্ড সচেতনতা তৈরি করতে,

গ্রাহকের আনুগত্য চালাতে এবং শেষ পর্যন্ত অনলাইন বিক্রয় বাড়াতে সহায়তা করতে পারে।

চলবে…

 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

টেলিগ্রাম থেকে ইনকাম বৈদ না অবৈধ

টেলিগ্রামের মাধ্যমে ইনকাম কি বৈধ ?

মুসলিমবিডি২৪ডটকম  টেলিগ্রামের মাধ্যমে ইনকাম কি বৈধ? টেলিগ্রামে ‘‘ইনকাম’’ করার অনেকগুলো চ্যানেলের একটি হলো Hamster Kombat। …

Powered by

Hosted By ShareWebHost