(মুসলিমবিডি২৪ডটকম)

দুনিয়াতে একেবারে গাফেল হয়ে থাকা যাবে না। একটু ধ্যান খেয়াল নিয়ে থাকতে হবে।কেননা একদিন এমন আসবে; যখন প্রতিটি
কথা, প্রতিটি কাজের হিসাব চাওয়া হবে। তাই এমনটি মনে করার অবকাশ নেই যে, মুখ দিয়ে একটি কথা বললাম আর তা হাওয়ায়
উড়ে গেল। কেননা আল্লাহ তাআলা বলেন:- যে শব্দটি মুখ ফসকে বের হয় তা লেখার জন্য লোক(ফেরেশতা) নির্ধারণ করা আছে।
(সূরাতুল কাফ)। এখনতো স্মার্ট ফোনসহ উন্নতমানের অনেক রেকর্ডার আবিষ্কার হয়েছে। তাই মানুষের বুঝতে অসুবিধা নেই যে
প্রতিটি কথা কিভাবে রেকর্ড করা যায়। অথচ আল্লাহ তাআলা সাড়ে চৌদ্দশত বছর আগে বলে দিয়েছেন যে তোমরা যা বলো তা
আমার কাছে রেকর্ড আকারে সংরক্ষিত থাকে। যদি মিথ্যা বলো, কারো গিবত করো, কাউকে খারাপ কিছু বল কিংবা কথার মাধ্যমে
কাউকে কষ্ট দাও তাও যেমন আমার কাছে সংরক্ষিত হচ্ছে, তদ্রুপ ভালো কিছু বললে, আল্লাহর যিকির করলে অথবা কাউকে সাহায্য
করলেও তা আমার কাছে রেকর্ড হয়ে যায়। এই সব কিয়ামতের দিন মানুষের সামনে উপস্থিত করা হব্। এবং তার পুঙ্খানুপুঙ্খ হিসাব
নেওয়া হবে। ইহাই আল্লাহ তাআলা সূরা কাহাফের ৪৯ নাম্বার আয়াতে বলেছেন। তিনি বলেন: “তারা যা করেছে তা উপস্থিত দেখতে
পাবে।” যা কিছু মানুষ করেছে সবকিছু তাদের সামনে এসে যাবে। কোন সময় কি কাজ করা হয়েছে, একটির পর একটি ফিল্মের মত
চলতে থাকবে। এবং প্রতিটি কথা ও কাজের হিসাব দিতে হবে। জবাব দিতে হবে। তাই কথা বলতে সাবধান।
আরও পড়ুন:-
ইলমের সম্মান দানে পরকালীন নাজাত
দ্বীনের মাঝেই দুনিয়ার শান্তি
দৈনিক মাটি দুনিয়ার মানুষকে যে হুশিয়ারি দেয়
রোগ ব্যাধিতে যে সুন্নাহ পালন করবেন
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

