Breaking News
Home / ইসলাম ধর্ম / আগুনের শিকল পরা অবস্থায় বেড়িয়ে আসলো লাশ

আগুনের শিকল পরা অবস্থায় বেড়িয়ে আসলো লাশ

(মুসলিমবিডি২৪ডটকম)

কবর থেকে আগুনের বেড়ী পরে বেরিয়ে আসে লাশ

সাহাবা যুগের আশ্চর্য ঘটনা

হযরত আব্দুল্লাহ বিন ওমর রা. বলেন,আমি একবার ভ্রমনে বের হলাম।পথে জাহেলী যুগের কবরস্থানগুলো থেকে একটি কবরের পাশ দিয়ে অতিক্রম করি।

এমন সময় হঠাৎ এক লোক কবর থেকে বেরিয়ে আসে,তার সমস্ত শরীর জুড়ে আগুন দাউ দাউ করে জ্বলছিল।

তার কাধে ছিল আগুনের শিকল

আমার কাছে পানি ভর্তি একটি পাত্র ছিল।সে আমাকে দেখে ডাকতে লাগলো। হে আব্দুল্লাহ (আল্লাহর বান্দা) আমাকে পানি পান করাও।

আমি ভাবলাম সে হয়তো আমাকে চিনে,যার কারণে আমাকে নাম ধরে ডাকছে।এসব চিন্তার মাঝে আমি লক্ষ্য করলাম, তার পিছন থেকে একলোক বের হয়ে আমাকে বলছে হে আব্দুল্লাহ

তাকে পানি পান করাইও না

কারণ সে কাফির।তারপর দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির গলায় থাকা আগুনের জিঞ্জির ধরে কবরে নিয়ে গেল।

সাহাবি আবদুল্লাহ বিন ওমর রা. বলেন আমি এই ঘটনা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বর্ণনা করলে তিনি বললেন আর একা সফর করিও না।

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

আল্লাহভীরু আলেমদের নেতৃত্বে রাষ্ট্র: নিরাপত্তা, ন্যায় ও নৈতিকতার পথে উদাহরণ আফগানিস্তান

আল্লাহভীরু আলেমদের নেতৃত্বে রাষ্ট্র: নিরাপত্তা, ন্যায় ও নৈতিকতার পথে উদাহরণ আফগানিস্তান

ভূমিকা: যখন কোনো জাতির নেতৃত্ব পায় একদল আল্লাহভীরু, সৎ, দ্বীনদার আলেম—তখন রাষ্ট্র শুধু উন্নয়ন নয়, …

Powered by

Hosted By ShareWebHost