(মুসলিমবিডি২৪ডটকম)

যারা নিজেদের কুকর্মের দ্বারা আল্লাহকে অসন্তুষ্ট করৈ এবং সারাজীবন তার নাফরমানীর মধ্যে লিপ্ত থাকে,তার মৃত্যু সে অবস্থায় হয়ে থাকে।
জীবনের অন্তীম মুহুর্তে ও তার মুখ থেকে ঐ সব বিষয়গুলো বের হতে থাকে,যা দ্বারা তার অন্তর ভরে রেখেছে।
বসরা নগরীতে একজন আল্লাহর ওলী ছিলেন
তিনি এ ঘটনাটি বার বার শুনাতেন যে, এক ব্যক্তির মৃত্যু ঘনিয়ে আসলো, প্রতিবেশীরা ছুটে এসে তাকে কালিমার তালক্বীন করতে লাগলো।
কিন্তু কালিমার কোন শব্দই তার মুখ দিয়ে বের হলো না। সে শুধু একটি বাক্যই বার বার বলছিলো:
মদের পাত্র নাও তুমিও পান কর আমাকেও দাও
আস্তাগফিরুল্লাহ ! আল্লাহ আমাদেরকে এরকম মৃত্যু থেকে হেফাজত করুন। সবাইকে ঈমানি মৃত্যু নসীব করুন। আমীন।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

