(মুসলিম বিডি ২৪.কম)

بسم الله الرحمن الرحيم
যে সব পশু দ্বারা কুরবানী করা যায় না
মাসআলা:
(১) যে পশু তিন পায়ে চলে এক পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না।
(২) যে পশু শুকনো দূর্বল যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না।
(৩) যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে,ঘাস বা খাদ্য চিবাতে পারে না।
(৪) যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙ্গে গেছে যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
(৫) যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা।
(৬)যে পশুর দুটি চোখই অন্ধ বা এক চোখ পুরো নষ্ট।
এমন পশু দ্বারা কুরবানী করা জায়েয না।
-জামে তিরমিযী ১/২৭৫ বাদায়েউস সানায়ে ৪/২১৪, ২১৫,২১৬
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

